ইউটিউবে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য সুখবর
Published: 5th, April 2025 GMT
ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউব শর্টস। সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও তৈরির সুযোগ থাকায় ‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। তাই শর্টস ভিডিও নির্মাতাদের সহজে ভিডিও সম্পাদনার সুযোগ দিতে নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।
এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, ইউটিউবের শর্টস এডিটরে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন এ উদ্যোগের আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটরের মাধ্যমে সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গান, সুর ও বার্তা যুক্ত করা যাবে। এর ফলে নির্মাতারা দ্রুত গানের তালে তাল মিলিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এ ছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ছবি, ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে।
আরও পড়ুনএআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপ যুক্ত করা যাবে ইউটিউব শর্টসে১৪ ফেব্রুয়ারি ২০২৫নতুন টুলগুলো চালু হলে নির্মাতারা কারও সাহায্য ছাড়াই দ্রুত ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন। তবে টুলগুলো কবে নাগাদ চালু করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি ইউটিউব। ধারণা করা হচ্ছে, শিগগিরই পর্যায়ক্রমে টুলগুলো উন্মুক্ত করা হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
আরও পড়ুনইউটিউবে প্রতি চারজনে একজন নির্মাতা শর্টস থেকে আয় করেন৩০ মার্চ ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত কর
এছাড়াও পড়ুন:
৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত চ্যাম্পিয়ন পিএসজি
ফরাসি লিগ ‘আঁ’ শেষ হতে এখনো মাস দেড়েক বাকি। লিগে পিএসজির ম্যাচ বাকি আরও ৬টা। কিন্তু সেই ৬ ম্যাচে এখন শুধু নিয়মরক্ষার জন্য মাঠে নামবে পিএসজি। এরই মধ্যে যে লিগের শিরোপা জিতে গেছে তারা!
টানা চতুর্থবারের মতো শিরোপা নিশ্চিত করতে গত রাতে অঁজের বিপক্ষে ড্র করলেই চলত পিএসজির। একের পর এক আক্রমণ করে লুইস এনরিকের দল ম্যাচটা জিতেছে ১-০ গোলে। আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো শিরোপা-উৎসব। লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো। লিগ ‘আঁ’-তে এটি পিএসজির ১৩তম শিরোপা, সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার!
জয়ের ব্যবধানটা মাত্র ১ গোলের হলেও পুরো ম্যাচে একচ্ছত্র দাপট ছিল পিএসজির। বলের ওপর তাদের দখল ছিল ৮১.২%, মোট ২০টি শট নেয় প্রতিপক্ষের গোলমুখে। তবু প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি। গঞ্জালো রামোস ও ভিতিনিয়া খুব কাছাকাছি গিয়েও সুযোগ নষ্ট করেছেন। শেষ পর্যন্ত ম্যাচের ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড দেজিরে দোয়ে। ওটাই ব্যবধান গড়ে দেয় ম্যাচের।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিশ্চিত করে খুব স্বাভাবিকভাবেই খুশি পিএসজি কোচ লুইস এনরিকে। তাই বলে লিগের বাকি ম্যাচগুলোতে গা ছাড়া হতে চান না পিএসজি কোচ, ‘এপ্রিলের শুরুতেই শিরোপা নিশ্চিত করে ফেলাটা বলে দেয়, আমরা এই মৌসুমে কত উঁচু মানে পৌঁছেছি। তবে এখনো কিছু ম্যাচ বাকি। আশা করছি অপরাজিত থেকেই মৌসুমটা শেষ করতে পারব। ফ্রান্সে এর আগে এটা কোনো দল করতে পারেনি। এখন ওটাই আমাদের লক্ষ্য।’
লক্ষ্য নিশ্চয়ই আরও আছে এনরিকের। পিএসজিকে এই মৌসুমে ট্রেবল জেতানোর দারুণ সুযোগ তাঁর সামনে। এরই মধ্যে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে তাঁর দল। ওদিকে চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। এবার শেষ চারে যাওয়ার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষে ইংল্যান্ডের অ্যাস্টন ভিলা। ওই দুটি টুর্নামেন্টেও নিশ্চয়ই শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছেন না এনরিকে।