কাস্টমস এজেন্টরা শনিবার অনেক দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত একতরফা ১০ শতাংশ শুল্ক আদায় শুরু করেছেন। আগামী সপ্তাহ থেকে ৫৭টি বৃহত্তর বাণিজ্যিক অংশীদারের পণ্যের উপর উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে।

১০ শতাংশ ‘বেসলাইন’ শুল্ক মার্কিন সমুদ্রবন্দর, বিমানবন্দর এবং শুল্ক গুদামগুলোতে স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়। এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী পারস্পরিক সম্মত শুল্ক হারের ব্যবস্থাকে সম্পূর্ণ প্রত্যাখ্যানের সূচনা করলো ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা কেলি অ্যান শ বলেন, “এটি আমাদের জীবনের একক বৃহত্তম বাণিজ্য পদক্ষেপ।”

বৃহস্পতিবার ব্রুকিংস ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে শ জানান, দেশগুলো কম হারে শুল্কের জন্য আলোচনা শুরু করলে সময়ের সাথে সাথে শুল্কের পরিবর্তন ঘটবে বলে তিনি আশা করেন। 

তিনি বলেন, “কিন্তু এটা বিশাল। পৃথিবীর প্রতিটি দেশের সাথে আমাদের বাণিজ্যের পদ্ধতিতে এটি একটি বিরাট এবং তাৎপর্যপূর্ণ পরিবর্তন।”

১০ শতাংশ শুল্কের প্রথম প্রভাব পড়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কলম্বিয়া, আর্জেন্টিনা, মিশর ও সৌদি আরব। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে

দেশের তিনটি বিভাগে আজ রোববার ও কাল সোমবার বৃষ্টি হতে পারে। দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ রোববার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আগামীকাল সোমবার রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বুধবারের পর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ