মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫৪ জনে। শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৮ মার্চের শক্তিশালী এই ভূমিকম্পে ৪ হাজার ৮৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ আছে ২২০ জন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং থেকে ১৬ কিলোমিটার উত্তর–উত্তরপশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড এবং চীনে।

ভূমিকম্পে ছয়টি অঞ্চলের ২৮ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে খাদ্য, আশ্রয়, পানি, স্যানিটেশন, মানসিক স্বাস্থ্য সহায়তা ও অন্যান্য পরিষেবার জন্য জরুরি তহবিলে ১২ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। 

ভূমিকম্পের পর জান্তাপ্রধান মিন অং হ্লাইং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেন। এসব দেশ থেকে লাখ লাখ ডলার সহায়তা ইতোমধ্যে হাতে পেয়েছে। শত শত উদ্ধারকর্মী মিয়ানমারে পৌঁছেছে।   
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ ম কম প ভ ম কম প

এছাড়াও পড়ুন:

পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার ভোরে পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এবিসি নিউজের।

ইউএসজিএসের তথ্য অনুসারে, স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএস জানিয়েছে, প্রায় ৩০ মিনিট পরে একই স্থানে ৫ দশমিক ৩ মাত্রার একটি ছোট ভূমিকম্পসহ বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

আরো পড়ুন:

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার ও মেডিকেল সেবা অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে এক লাখ মানুষ মারা যেতে পারে

ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির জন্য প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা বাতিল করে। 

ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওই এলাকার বাসিন্দাদের যেকোনো আফটারশকের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • এবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
  • পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প