লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের
Published: 5th, April 2025 GMT
রিশাদ হোসেনের ঈদের আনন্দ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিগুন করেছিল আগেই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে তাকে অনুমতি দিয়েছে বিসিবি। পুরো আসরে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই লেগ স্পিনার।
এর আগেও পিএসএলে যাওয়ার সুযোগ হয়েছিল তার। খেলার সুযোগ ছিল বিগ ব্যাশ, গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটেও। কিন্তু বিসিবি তাকে সেসবে অনুমতি দেয়নি। এবার আবেদনের কিছুদিন পরই বিসিবি তাকে পাকিস্তানে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে।
এজন্য যারপরনাই খুশি রিশাদ। নিজের আবেগ তাই লুকালেন না, “আলহামদুলিল্লাহ যে, এনওসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তান। আমার মনে হয় না এর চেয়ে বড় খুশির কিছু আছে। যাচ্ছি, ভালো করার চেষ্টা করবো। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করবো।”
আরো পড়ুন:
‘প্রস্তুতি নিয়ে আগামী বছর পরীক্ষা দেব’- বিসিবিকে তামিম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছেন জাহানারা
আগামী ১১ এপ্রিল শুরু পিএসএলের দশম আসর। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএল দিয়ে দেশের বাইরের লিগে অভিষেক হতে পারে ২২ বছর বয়সী রিশাদের। দলটিতে নেই আর কোনো লেগ স্পিনার। রিশাদ লাহোরে কোচ হিসেবে পাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর রিশাদ নজরে আসেন। পিএসএলেও নিজের ছাপ রাখতে চান তিনি, “আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটুকু নেওয়া যায়।”
“কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব। দলের যতটুকু প্রয়োজন, ওটা দেওয়ার চেষ্টা করব। পাকিস্তানের উইকেট হিসেবে, যতগুলো ব্যাটসম্যানদের সঙ্গে খেলেছি এবং পাকিস্তানের বেশির ভাগ ব্যাটসম্যানের সম্পর্কে ধারণা আছে; এতটুক নিয়ে কাজ করছি। কে কোন জায়গায় ভালো খেলে, না খেলে; এসব আর কী।”– যোগ করেন রিশাদ।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পিএসএলে কি আজ অভিষেক হবে রিশাদের
বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কম। পেলেও বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেতে দেখে যায় না খুব একটা।
রিশাদ হোসেনেরও বিদেশে খেলতে যাওয়ার অনুমতি পাওয়া হচ্ছিল না। এ কারণে কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পাওয়ার পরও খেলার সুযোগ হয়নি।
তবে অবশেষে অপেক্ষা ফুরিয়েছে রিশাদের। বাংলাদেশের ২২ বছর বয়সী এই লেগ স্পিন অলরাউন্ডারকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি।
গত জানুয়ারিতে অনুষ্ঠিত পিএসএল প্লেয়ার্স ড্রাফটে রিশাদকে ডায়মন্ড ক্যাটাগরি থেকে ৮৫ হাজার মার্কিন ডলারে (এক কোটি টাকার কিছু বেশি) কিনেছিল লাহোর কালান্দার্স। দলটির হয়ে খেলতে গত সোমবার পাকিস্তানে গেছেন রিশাদ। রাওয়ালপিন্ডিতে আজ রাতে আসরের উদ্বোধনী ম্যাচেই খেলতে নামছে লাহোর, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
পিএসএল খেলতে গত সোমবার পাকিস্তানে গেছে রিশাদ হোসেন