দল ধবলধোলাই, এরপর দর্শকদের মারতে গেলেন খুশদিল
Published: 5th, April 2025 GMT
টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই। নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দুটি সিরিজে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। দলের অবস্থা যেটাই হোক, আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শেষের এক ঘটনায় পাকিস্তানের খেলোয়াড় খুশদিল শাহ ভাইরাল হয়েছেন।
ম্যাচ শেষে গ্যালারি থেকে কয়েকজন দর্শক পাকিস্তানি খেলোয়াড়দের সমালোচনা করতে গিয়ে পশতু ভাষায় বাজে শব্দ ব্যবহার করছিলেন। খুশদিল শাহ তাঁদের থামতে বলেন। কিন্তু ওই দর্শকেরা তা শোনেননি। এরপর খুশদিল গ্যালারির দিকে ছুটে যান ওই দর্শকদের দিকে। এ সময় এক নিরাপত্তাকর্মী থামান মারমুখী খুশদিলকে। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। পরে নিরাপত্তাকর্মীরা ওই দুই দর্শকবে বের করে দেন।
দুই আফগান অপমান করেছিলেন খুশদিলকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে প্রবাসী রায়হান হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে আলোচিত প্রবাসী রায়হান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তাররা হলেন, কায়েতপাড়া ইউনিয়নের বরুনা পুবেরটেক এলাকার মৃত ইয়ানুছের ছেলে তাইজুল, তার স্ত্রী রাহিমা, মেয়ে তাইরিন।
বুধবার (২৪ এপ্রিল) র্যাব ১১ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার বেপারি বাড়ি বায়তুল নুর জামে মসজিদ পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রবাসী রায়হানের কাছ পাঁচ লাখ টাকা ধার নেন তাইজুল। এরপর থেকে ধার নেওয়া টাকা দিতে গড়িমসি করতে থাকেন। পরে চলতি বছরের ২৪ মার্চ সকালে পাওনা টাকা চাইতে গেলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যায় তাইজুল টাকা দিবে বলে রায়হানকে তার বাসায় ডেকে নিয়ে হত্যা করে।
এরপর তারা রায়হানের মরদেহ তাইজুলের বাসার দোতলায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে থানায় অজ্ঞাতের আসামি করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনার পর থেকে তাইজুল তার স্ত্রী রাহিমা, মেয়ে তাইরিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পলাতক আসামিরা আড়াইহাজার উপজেলার বেপারি বাড়ি বায়তুল নুর জামে মসজিদ পাশের একটি বাড়িতে অবস্থান করছিল। পরে র্যাব-১১ একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা করে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, আলোচিত রায়হান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-১১। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।