‘নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো’ শিরোনামে ২ এপ্রিল প্রথম আলোর অনলাইন ও ই–পেপারে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে এনসিপি। দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিবেদনটির উপশিরোনামে ‘সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়ার সুপারিশ সংস্কার কমিশনের। একমত নয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’। ওই প্রতিবেদনে এনসিপির অবস্থান ভুলভাবে উপস্থাপিত হয়েছে।

এনসিপি বলেছে, প্রতিবেদনে উল্লেখিত ‘সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে’, এই দাবি সত্য নয়। কারণ, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা নয়; বরং অর্থবিল ব্যতিরেকে বাকি সব বিষয়ে ভোট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, এনসিপি তার আনুষ্ঠানিক প্রস্তাবে সংসদ সদস্যদের অর্থবিল এবং অনাস্থা ভোট ব্যতীত যেকোনো বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার অধিকার প্রদানের পক্ষে মত দিয়েছে। অর্থাৎ, এনসিপি সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে আংশিকভাবে একমত হয়েছে এবং অনাস্থা ভোটের ক্ষেত্রে বিধিনিষেধ ব্যতিরেকে অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীন মতামতকে গুরুত্ব দিয়েছে। এনসিপি মনে করে, এটি একটি ভারসাম্যপূর্ণ সংস্কার প্রস্তাব, যা একই সঙ্গে সংসদ সদস্যদের স্বাধীনতা ও সরকারের স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে।

প্রতিবেদকের বক্তব্য

প্রতিবেদনের শিরোনামের নিচে সারাংশে ‘অর্থবিল ছাড়া’ শব্দটি বাদ পড়েছে। তবে প্রতিবেদনের সূচনায় বলা আছে, ‘অর্থবিল ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদের নিম্নকক্ষের সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে—সংবিধান সংস্কার কমিশনের এই সুপারিশের সঙ্গে পুরোপুরি একমত নয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। এ তিনটি দলই চায় অর্থবিলের মতো আস্থা ভোটের ক্ষেত্রেও সংসদ সদস্যরা (এমপি) স্বাধীন থাকবেন না।’

এ ছাড়া প্রতিবেদনের যে অংশে আলাদাভাবে এনসিপির অবস্থান তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে, ‘জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল এনসিপিও অর্থবিলের পাশাপাশি দলের বিরুদ্ধে অনাস্থা ভোটের ক্ষেত্রে বিধিনিষেধ থাকা প্রয়োজন বলে মত দিয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রস ত ব স ব ধ নত এনস প

এছাড়াও পড়ুন:

আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও ভিপি নূর

জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ। বুধবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দল দুটির বৈঠকে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। 

প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, গণহত্যায় জড়িতদের বিচার, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন দল দুটির নেতারা। 

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে গণঅধিকার পরিষদ একমত হয়েছে।

রেজাউল করীম বলেন, গত ৫৩ বছরে পেশিশক্তি প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে অযোগ্য লোকজন ক্ষমতায় বসে দেশকে অশান্ত করেছিল। সে জন্য আনুপাতিক পদ্ধতির নির্বাচনে একমত হয়েছি।

ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক বলেন, কিছু মৌলিক সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার, ফ্যাসিস্ট শাসন তৈরি হবে। জুলাই গণঅভ্যুত্থানে নির্মম গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইছি। তাদের রাজনীতির সুযোগ পাওয়া উচিত নয়।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণঅধিকার পরিষদ অনেক আগে থেকেই একমত বলে জানিয়েছেন নূর। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নির্বাচন বাতিল করা দরকার। গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় সেবা পেতে মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। কিছু মানুষ জোর করে আধিপত্য বিস্তার করছে। সে জন্য স্থানীয় নির্বাচন কিছুটা স্বস্তি দিতে পারে। জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য কিছু সময়ের প্রয়োজন। আবার জাতীয় ঐকমত্যেরও প্রয়োজন। অন্তত তার আগে স্থানীয় নির্বাচন হতে পারে। বাংলাদেশ এমন রাষ্ট্র হবে, যেখানে ইসলামী আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডকে সমর্থন করা হবে না।

বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা ছিলেন। এছাড়া গণঅধিকারের মুখপাত্র ফারুক হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির বিপরীত মেরুতে জামায়াত
  • ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের
  • একক প্রার্থী দিয়ে ভোটে লড়তে চায় ৫ ইসলামপন্থী দল, জামায়াতের সিদ্ধান্ত পরে
  • আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও নুর
  • আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও নূর
  • ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে আনতে’ একমত পাঁচ দল
  • আগে স্থানীয় নির্বাচন চান চরমোনাই পীর ও ভিপি নূর
  • আমির খান কি নতুন বিতর্ক উসকে দিলেন