দরজাটা খুলবে খুলবে করেও খুলছিল না রিশাদ হোসেনের জন্য। কানাডার গ্লোবাল সুপার লিগ ও বিগ ব্যাশে সুযোগ পেয়েও খেলা হয়নি তাঁর। অবশেষে বাংলাদেশের এই লেগ স্পিনার খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এই টুর্নামেন্টে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন রিশাদ।

বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সর্বশেষ আসরে রিশাদ খেলেছেন ফরচুন বরিশালে। তামিম ইকবালের নেতৃত্বে টুর্নামেন্টের শিরোপাও জিতেছেন রিশাদরা। পাকিস্তান থেকেও চ্যাম্পিয়ন হয়েই ফিরতে চান বাংলাদেশের এই স্পিনার। মিরপুরে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ বলেছেন বিসিবির কাছ থেকে ছাড়পত্র পাওয়ায় নিজের খুশির কথা। সেই সঙ্গে বলেছেন নিজের লক্ষ্যও, ‘যাচ্ছি, ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়ে আসার চেষ্টা করব।’

আরও পড়ুনওয়ার্নার বলেছিলেন মাথা খাটিয়ে বল করতে, মোস্তাফিজ দিলেন মাথার ওপর বাউন্সার ৮ ঘণ্টা আগে

এবার পিএসএল খেলতে রিশাদের সঙ্গে ছাড়পত্র পেয়েছেন লিটন দাস ও নাহিদ রানাও। লিটন খেলবেন করাচি কিংসের হয়ে ও নাহিদ পেশোয়ার জালমিতে। পিএসএলে বাংলাদেশের এই খেলোয়াড়েরা ভালো করলে তাঁদের জন্য খুলে যেতে পারে অন্য আরও ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও। রিশাদ তাই এই সুযোগটা নিতে মুখিয়ে আছেন, ‘এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো। বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। চেষ্টা করব এখান থেকে যতটুকু পারা যায় নেওয়ার।’

বিপিএলের গত আসরেও চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।

পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।

উচ্ছ্বসিত রানা পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।

আরো পড়ুন:

কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি মোহসিন নকভি

“আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।

রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের
  • লাহোরের হয়ে শিরোপা জয়ের লক্ষ্য রিশাদের
  • জিম্বাবুয়ে সিরিজে লিটনের জায়গায় অংকন
  • পিএসএলের কারণে বদলে যাচ্ছে লাহোরে স্কুলের সময়
  • পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা