ভোলায় জেলেদের হয়রানি ও ‘নিরপরাধ’ লোকজনকে আটক করে অস্ত্র–মাদক দিয়ে আটক করার অভিযোগ তুলে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিএনপির নেতা–কর্মীরা। আজ শনিবার ভোলা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি।

মানববন্ধন থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অস্ত্রসহ কোস্টগার্ডের হাতে আটক পাঁচজনের মধ্যে চারজনকে ‘সম্পূর্ণ নিরপরাধ’ দাবি করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। আটক পাঁচজন হলেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির (বর্তমানে কমিটি নেই) সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতি মো.

জাহাঙ্গীর আলম (৬৫), যুবদল কর্মী মো. মঞ্জুরুল ইসলাম (৩৫) ও আব্বাস উদ্দিন (৩০), ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সেলিম (২৬) ও মো. জিয়াউর রহমান (৩০) নামের এক ব্যক্তি। এর মধ্যে জিয়াউর রহমানকে নিয়ে বিএনপি নেতাদের কোনো অভিযোগ নেই।

তবে অভিযোগ অস্বীকার করে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা তথ্য–প্রমাণের ভিত্তিতে আসামিদের আটক করেছেন। এ সময় তাঁদের কাছে পর্যাপ্ত অস্ত্র, গোলাবারুদ, টাকা ও মাদক পাওয়া যায়।

গতকাল শুক্রবার দুপুরে ভোলার খেয়াঘাটে নিজেদের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড। ব্রিফিংয়ে কোস্টগার্ডের কর্মকর্তা রিফাত আহমেদ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল একদল সন্ত্রাসী। স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের শরণাপন্ন হলে তাঁরা এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ান। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ভেদুরিয়া ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, ২১টি হাতবোমা, ৫৬৯টি ইয়াবা বড়িসহ ৪৪ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।

আটক পাঁচজনের মধ্যে চারজনকে দলীয় নেতা–কর্মী উল্লেখে আজ ভোলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি। সভায় ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি অলিউল্লাহ মাস্টার, জ্যেষ্ঠ সহসভাপতি মো. কামরুল হাসান ও জাকির হোসেনসহ যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড বৃহস্পতিবার রাতে যাঁদের আটক করেছে, তাঁদের চারজন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী। তাঁরা নিরপরাধ। অন্যজন জিয়াউর রহমান কোস্টগার্ডের সোর্স। তিনি অপরাধী। তাঁকে নিয়ে বিএনপির কোনো অভিযোগ নেই।

মানববন্ধনে বিএনপি নেতা অলিউল্লাহ মাস্টার বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড ভেদুরিয়া ইউনিয়নে কিছু সোর্স পালন করে আসছে। যারা প্রত্যেকে নানা অনিয়মে জড়িত। যারা জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে তাঁকে জলদস্যু বানিয়ে চালান দিচ্ছে। নিরপরাধ জেলেদের জাল ধরে কিছু পোড়াচ্ছে আর বেশির ভাগ ভালো জাল বিক্রি করছে। মাছ ধরে কিছু বিলি করে, বাকি নিজেরা নিয়ে নিচ্ছে। যারা বালু উত্তোলন করছে, তাদের কিছু না বলে যারা বালু উত্তোলনের প্রতিবাদ করে, কোস্টগার্ড তাদের ধাওয়া করছে।’ তিনি বলেন, বিএনপির এক নেতা কোস্টগার্ডের এক সোর্সের কাছে প্রায় দুই লাখ টাকা পাবেন। ওই টাকা পরিশোধ না করায় সোর্সের মোটরসাইকেল আটক করে বিএনপির কার্যালয়ে রেখে দিয়েছেন ওই নেতা। এরই জেরে কোস্টগার্ড বিএনপি ও সহযোগী নেতা–কর্মীদের অস্ত্র ও মাদক দিয়ে আটক করেছে। যাঁরা সম্পূর্ণ নিরপরাধ। তাঁরা এসব নেতা–কর্মীর নিঃশর্ত মুক্তি চান।

আটক জাহাঙ্গীর আলমের ছেলে মো. সোহেল বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ নিরপরাধ। তাঁকে কোস্টগার্ডের সদস্যরা ধরার জন্য তাঁদের ঘর ভাঙচুর করেছেন। আলমারিতে ও টেবিলের ড্রয়ারের ভেতর অস্ত্র রেখে অস্ত্র উদ্ধারের নাটক করেছেন। আমার বাবার নিঃশর্ত মুক্তি চাই।’

এ বিষয়ে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়ামউল হক বলেন, তাঁরা তথ্য–প্রমাণের ভিত্তিতে আসামিদের আটক করেছেন। তাঁদের কাছ থেকে অস্ত্র, বোমা, মাদক ও টাকা জব্দ করেছেন। আটক আসামিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের কাছে এলাকাবাসীর লিখিত অভিযোগ আছে। অভিযোগের ভিত্তিতে তাঁদের গোয়েন্দা বিভাগ ঘটনার সত্যতা পেয়েছে। তাঁদের কাছে চাঁদাবাজির শিকার ব্যক্তিরাও অভিযোগ করেছেন। তারপরই অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন রপর ধ ব এনপ র ন ব এনপ কর ছ ন

এছাড়াও পড়ুন:

গোগনগরে খাল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর মসজিদ রোডে এলাকায় ড্রেনের মুখ অপসারণ ও খাল ভরাট করে সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্ত পাঠান বাড়ির এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবর (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেক ইউনিয়ন পুরাতন গোগনগর মসজিদ রোডে  এলাকায় নির্মাণাধীন ড্রেনের মুখ নদী মুখি করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এখানে যে খাল দেখছেন সেটা অনেকপুরাতন।

এখাল দিয়ে নৌকা চলাচল করত। এখালের পানি সবসময় সচ্ছল থাকাতে আমাদের মা, বোনসহ স্ত্রী, সন্তানেরা এখালের পানি ব্যবহার করতেন। এখালের উপর একটি ব্রীজ ছিল। সেটাকে ভেঙ্গে জাকির চেয়ারম্যান ভরাট করে সড়ক নির্মাণে মরাখালে পরিণত হয়েছে। 

সবাই এ খালে এখন ময়লা ফেলাতে শুরু করছে এবং পানিও দুর্গন্ধ যুক্ত হয়ে গেছে। এছাড়া সামান্য বৃষ্টিতে সড়কের উপরে উঠে দুর্গন্ধযুক্ত পানি বাড়িতে প্রবেশ করে। ফলে চর্মরোগ সহ বিভিন্ন ধরণের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। অতিদ্রুত বন্ধ  এখালকে মুক্ত করার দাবী জানাই।

বক্তারা আরও বলেন, বর্তমানে যে ড্রেন নির্মাণের কাজ করছে আমরা সাধুবাদ জানাই। কিন্তু এ ড্রেন দিয়ে যেনো জনদুর্ভোগ সৃষ্টি না হয়। আমরা জানতে পেরেছি ড্রেনের ময়লা পানি এ মরাাখালে দিকে মুখ দিয়েছে এতে করে   দুর্গন্ধে জনদুর্ভোগের সৃষ্টি হবে।

আমাদের দাবি যে ড্রেন নির্মান করা হচ্ছে সে ড্রেনের ময়লা পানি আগে নদীতে ফেলা হত এখনও যেন নদীতে ফালা হয়। তা না হলে পাঠান বাড়ির এলাকা দিয়ে আরেকটি ড্রেনের সংযোগ করে ময়লা পানি নদী মুখি করার দাবি করছি। 

এসময় সালাম পাঠান, চুন্নু পাঠান, আবুব্কর সিদ্দিক, রমজান আলী, মনু মিয়া মোহাম্মদ আলী, মোহর চাঁন, বিউটি বেগম, নূরনাহার বেগম সহ এলাকার সর্বস্তরের মহিলা -পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। 

এবিষয়ে আলীরটেক ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ফিরোজ মেম্বার এর কাছে জানতে চাওয়া হলে তিনি যনান, আপনার বাড়িতে যেমন একজন মুরুব্বী রয়েছে তেমনই আমার মুরুব্বী আছে তার অনুমিত ছাড়া কিছু বলতে পারবনা। সম্পূর্ণ নিষেধ রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • কার্যালয়ের ভেতর আইনশৃঙ্খলা কমিটির সভা, বাইরে খুনের বিচার চেয়ে মানববন্ধন
  • ‘ফিলিস্তিন জাগে ফিলিস্তিন জাগে’
  • রাষ্ট্রীয় খরচে কোনো অতিথিকে হজে পাঠানো হবে না: ধর্ম উপদেষ্টা
  • গোগনগরে খাল ভরাট করে সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
  • বাবা হত্যার বিচার দাবিতে রাস্তায় দুই শিশু
  • নেত্রকোনায় হেফাজত নেতার বাড়িঘরে হামলা ও মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • জমি নিজের দাবি করে বিদ্যালয়ের মাঠ দখল
  • বন্দরে রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃতের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অপর পক্ষের হামলা
  • বাউফলে সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতাকে শোকজ