২৫ বছরের বায়ার্ন অধ্যায়ের ইতি টানছেন মুলার
Published: 5th, April 2025 GMT
জার্মান ফুটবলের এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। বায়ার্ন মিউনিখের হয়ে ২৫ বছরের অসাধারণ পথচলার ইতি টানছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার থমাস মুলার। চলতি ২০২৪-২৫ মৌসুম শেষে শেষবারের মতো বায়ার্নের জার্সিতে মাঠে নামবেন এই জার্মান ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন মুলার নিজেই।
৩৫ বছর বয়সী মুলার শনিবার ‘এক্স’-এ দেওয়া পোস্টে বলেন, 'ক্লাব আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে নতুন করে চুক্তি করতে চায় না। যদিও এটা আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে যায় না, তবে ক্লাবের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই।'
২০০০ সালে বায়ার্নের একাডেমিতে যোগ দিয়েছিলেন মাত্র ১০ বছর বয়সে। ২০০৮ সালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে বায়ার্নে প্রতিভার বিচ্ছুরণ ঘটে মুলারের। ওই মৌসুমেই লুই ফন গালের অধীনে ক্লাবের মূল দলেও নিয়মিত হয়ে যান তিনি। এরপর থেকে গত দেড় যুগে বায়ার্নের পক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড ৭৪২ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল করেছেন ২৪৭টি। লম্বা এ সময়ে বায়ার্নের হয়ে ১২টি বুন্দেসলিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক ট্রফি জিতেছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
১১ জনকে গ্রেপ্তার
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।