আফগান নাগরিক আকেল নাজির দাবি করেছেন, তাঁর বয়স হয়েছে ১৪০ বছর। নাজিরের এমন দাবিতে হইচই পড়ে গেছে। খতিয়ে দেখছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। দাবি সত্য প্রমাণিত হলে নাজির হবেন এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলের পার্বত্য খোস্ত প্রদেশে বসবাস করেন নাজির। তাঁর দাবি, তিনি ১৮৮০–এর দশকে জন্ম নিয়েছেন। ১৯১৯ সালে তৃতীয় অ্যাংলো–আফগান যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ত্রিশের কোটায়।

নাজির দাবি করেন, ব্রিটিশবিরোধী ওই সংঘাতের শেষে তিনি আফগানদের নেতা বাদশাহ আমানুল্লাহ খানের সঙ্গে থেকে উদ্‌যাপনের কথা মনে করতে পারেন। বাদশাহ আমানুল্লাহ পূর্ণ স্বাধীনতার প্রত্যাশায় ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ শুরু করেছিলেন।

স্মৃতি হাতড়ে নাজির বলেন, ‘ওই সময় আমি বাদশাহ আমানুল্লাহ খানের সঙ্গে প্রাসাদে ছিলাম। তখন আমার বয়স ৩০ ছাড়িয়েছে। তাই আমি ব্রিটিশদের পালিয়ে যাওয়া মনে করতে পারি।’

নাজির আরও বলেন, ‘সবাই খুব খুশি হয়েছিলেন। ব্রিটিশদের তাড়ানোয় বাদশাহ আমানুল্লাহকে ধন্যবাদ জানিয়েছিলেন। তখন আরও অনেক নেতা আমাদের সঙ্গে প্রাসাদে গিয়েছিলেন। কিন্তু এখন তাঁরা আর কেউ বেঁচে নেই।’

তবে নিজের দাবির সপক্ষে নাজিরের কাছে কোনো নথিপত্র নেই। তাই নাজিরের এই দাবির বিষয়ে যাচাই করছে তালেবান প্রশাসন।

তালেবানের প্রাদেশিক মুখপাত্র মুস্তাগাফার গুরবাজ বলেন, ‘নাজিরের সঠিক বয়স শনাক্ত ও যাচাই করতে একটি বিশেষ নাগরিক নিবন্ধন দল পাঠানো হয়েছে। যাচাইয়ে সত্য প্রমাণিত হলে আমরা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে তাঁর স্বীকৃতির জন্য কাজ করব।’

খোস্ত প্রদেশের পার্বত্য এলাকায় বড় একটি পরিবারে নাজিরের বসবাস। ওই পরিবারে কয়েকটি প্রজন্মের মানুষ রয়েছে। পরিবারের সদস্যরাও নাজিরকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলে মনে করেন।

নাজিরের নাতি খায়াল ওয়াজির বলেন, ‘আমার বয়স ৫০ বছর হয়ে গেছে। তিনি আমার দাদা। আমারও নাতি–নাতনি রয়েছে।’

আরেক নাতি আবদুল হাকিম বলেন, ‘সরকারের কাছে আমার অনুরোধ, আমার দাদার যে ১৪০ বছর বয়স হয়েছে, সেটা প্রমাণে আইডি কার্ড দেওয়া হোক। কিংবা অন্য কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সেটা প্রমাণ করে নথি দেওয়া হোক।’

নাজিরের ছেলে খায়াল নাজির জানান, তাঁর ভাই আর দুই বোনের বয়স ১০০ বছর হতে চলেছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি ধরা হয় ব্রাজিলের ইনাহ কানাবারো লুকাসকে। তিনি পেশায় নান (খ্রিষ্ট ধর্মসেবক) ছিলেন। গত জুনে তাঁর বয়স ১১৬ বছর ছুঁয়েছে। নাজিরের দাবি সত্য হলে তিনি লুকাসের চেয়ে দুই দশকের বেশি বড় হবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ ব র সবচ প রব ণ র বয়স আফগ ন

এছাড়াও পড়ুন:

১১ জনকে গ্রেপ্তার

আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

সম্পর্কিত নিবন্ধ