আঙুল দিয়ে বিশেষ ভঙ্গি করে ৯০ লাখ টাকা জরিমানা
Published: 5th, April 2025 GMT
বন্দুকের প্রতি হয়তো তাঁর অন্য রকম একটা টান আছে। আর না হলে বারবার বন্দুকের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে কি নিষিদ্ধ হন জা মোরান্ট! শুধু কি তাই, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) এই তারকা খেলোয়াড় আঙুল দিয়ে গুলি করার ভঙ্গি করে জরিমানাও গুনেছেন।
এনবিএর দল মেম্ফিস গ্রিজলিসের খেলোয়াড়কে ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার এক বাস্কেটবল ম্যাচে দুবার তিনি আঙুল উঁচিয়ে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করার কারণেই এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে এনবিএ।
এর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বন্দুক দেখিয়ে দুবার নিষিদ্ধ হয়েছেন। এনবিএ জানিয়েছে, এর আগে মোরান্টকে লিগ অফিস থেকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার মায়ামি হিটের বিপক্ষে গ্রিজলিসের জয়ের ম্যাচে সেই সতর্কতা মানেননি বলেই জরিমানা গুনতে হচ্ছে মোরান্টকে।
দুইবার এনবিএর অলস্টার দলে জায়গা পাওয়া মোরান্টকে গ্রিজলিস দলে ভেড়ায় ২০১৯ সালে। এরপর ২০২৩ সালে ইনস্টাগ্রামে বন্দুক নিয়ে উল্লাসরত লাইভ ভিডিও দিয়ে আট ম্যাচের জন্য নিষিদ্ধ হন। এ ছাড়া ২০২৪-২৫ মৌসুমে অনলাইনে বন্দুক নিয়ে পোজ দেওয়া ছবির জন্য ২৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোরান্ট।
আরও পড়ুনখেলার দুনিয়ায় যত বিলিয়নিয়ার২ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১১ জনকে গ্রেপ্তার
আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।
তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।