মাগুরার শ্রীপুরের আমতৈল গ্রামের বাসিন্দা শিল্পপতি জাহিদুল ইসলাম ও তার শিল্পপতি ভাইদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার ঈদের রাতের এ ঘটনায় মামলা হয়েছে।

আমতৈল গ্রামে অবস্থিত ‘স্টাইল স্মিথ স্যান এ্যাপারেলস্ লিমিটেডে’র স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম ও হারুক আহমেদ জানান, প্রতিবারের মতো এবারও তাদের ৬ ভাইয়ের একান্নবর্তী পবিবারের মধ্যে ৫ ভাইয়ের পরিবার ঈদে গ্রামে আসে। এরপর তারা গত কয়েকদিন ধরে এলাকাবাসীর মাঝে ৩০ থেকে ৪০ লাখ টাকা অর্থসহায়তাও করেছেন। ঈদের নামাজ শেষে তারা আমতৈল বাজারে সামাজিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ গার্মেন্টস ফ্যাক্টরির অদূরে রাস্তার ওপর এলাকার দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে শুনে তারা কয়েকজন ওদিকে এগিয়ে যান। 

তারা আরও জানান, একপর্যায়ে দেখি, অর্ধশতাধিক মানুষ লাইট নিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানের দিক থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নিরুপায় হয়ে পেছনের গেট দিয়ে বাড়ি ঢুকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তারা। এতে ভীত হয়ে দৌঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

ইদ্রীস আলী জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। কিছু দেশীয় অস্ত্র বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

১১ জনকে গ্রেপ্তার

আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিরোধী নেতা ও ইস্তাম্বুলের সাবেক মেয়র একরেম ইমামোলুকে গ্রেপ্তারের প্রতিবাদে এই বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স: অটোমান-এর এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এ বর্জন কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

সম্পর্কিত নিবন্ধ