নিউজিল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বোলার বল করতে দৌড়েছেন, ব্যাটার তৈরি, এই মুহূর্তে হঠাৎ করে স্টেডিয়ামজুড়ে নেমে এলো অন্ধকার! বিদ্যুৎ বিভ্রাটের এমন অদ্ভুত সময়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে, তৈরি হলো হাস্যকর এক দৃশ্য।

ঘটনাটি ঘটে ইনিংসের ৩৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটিংয়ে তখন ক্রিজে ছিলেন তাইয়েব তাহির, বল করছিলেন কিউই পেসার জ্যাকব ডাফি। ওভারের চতুর্থ বল করতে গিয়ে পপিং ক্রিজে ঢুকেই বল ছাড়েন ডাফি, আর ঠিক তখনই পুরো স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে যায়। অন্ধকারে বল হাতছাড়া হয়ে যায়, এবং সোজা চলে যায় সীমানার বাইরে।

তাইয়েব তাহির দ্রুত স্টাম্প ছেড়ে সরে যান, কিন্তু বল কোন দিক দিয়ে এল, বুঝে উঠতে পারেননি উইকেটকিপারও। মুহূর্তের বিভ্রান্তি কাটিয়ে দর্শক ও খেলোয়াড়দের মাঝে হাস্যরস ছড়িয়ে পড়ে। ধারাভাষ্যকাররাও বিস্ময় প্রকাশ করে বলতে থাকেন, ক্রিকেট মাঠে বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা অনেকবার দেখলেও কখনো বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার মুহূর্তে তা ঘটতে দেখেননি।

pic.

twitter.com/7gvtvYkR0C

— urooj Jawed ???? (@cricketfan95989) April 5, 2025

অবশ্য বিদ্যুৎ বিভ্রাটের এই নাটকীয়তা ম্যাচের ফল বদলাতে পারেনি। পাকিস্তান এরপর ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ফলে ৪৩ রানের জয় পেয়ে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করে স্বাগতিক নিউজিল্যান্ড।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ

২০২৫ সালটা বেশ ব্যস্তভাবে কাটাতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মাসে জিম্বাবুয়ে থেকে শুরু করে আয়ারল্যান্ড পর্যন্ত সাতটি আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে টাইগাররা। প্রতি মাসেই মাঠে নামতে হবে ব্যাট-বলের লড়াইয়ে।

এপ্রিলেই সূচনা হচ্ছে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট বছরের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে, যেখানে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই মাঠে নামবে দুই দল।

জুলাইয়ে আবার পাকিস্তান আসবে বাংলাদেশে। তবে এবার শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরপর আগস্টে শক্তিশালী ভারত দল সফরে আসবে। তারা খেলবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। অক্টোবরে টাইগারদের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজেও থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।  

সবশেষে নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ব্যস্ত ও চ্যালেঞ্জিং একটি বছর অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৫ লাখ টাকার স্বর্ণালংকার ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খাইরুল
  • সুপার লিগের টিকিট পাওয়ার লড়াই
  • জয়পুরহাটে বাজারের ৭ নৈশপ্রহরীকে বেঁধে ‘ডাকাতি’, মাল নিয়ে ট্রাকে করে পলায়ন
  • সাভারে দিনের বেলায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই
  • স্বর্ণভর্তি ব্যাগ ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত গড়লেন অটোরিকশাচালক
  • নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে: পুলিশ
  •  সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি
  • ‘ম্যাডাম ফুলি’ নির্মাতা শহিদুল ইসলাম খোকনকে হারানোর নয় বছর
  • ৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ