হোয়াইটওয়াশ হয়ে মেজাজ হারাল খুশদিল, মারতে গেলেন সমর্থককে
Published: 5th, April 2025 GMT
নিউজিল্যান্ড সফর থেকে হতাশা নিয়েই ফিরছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হলো হোয়াইটওয়াশ। তবে মাঠের ব্যর্থতার পাশাপাশি বিতর্কেও জড়ালেন দলের অলরাউন্ডার খুশদিল শাহ।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত শেষ ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান থামে মাত্র ২২১ রানে। বাবর আজম খেলেন ৫৮ বলে ৫০ রানের ইনিংস। তবে মূল নাটক ঘটান কিউই পেসার বেন সিয়ার্স, যিনি মাত্র ৩৪ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। পাকিস্তান অলআউট হয়ে যায় ৪০ ওভারে। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। দলের ব্যর্থতায় ক্ষুব্ধ কয়েকজন সমর্থক বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে খুশদিল শাহ ও গোটা দলের সমালোচনা শুরু করেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন খুশদিল। রাগের বশে তিনি সমর্থকদের দিকে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এসে খুশদিলকে শান্ত করার চেষ্টা করেন। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেললেও ওয়ানডেতে সুযোগ পাননি খুশদিল। তিন ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল
এছাড়াও পড়ুন:
গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান যুবক, নামাল ফায়ার সার্ভিসের কর্মীরা
পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে মগডালে উঠে অজ্ঞান হয়ে আটকে থাকেন সাহিনুর মোল্লা (৩৫) নামের এক যুবক। পরে তাকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার রাতে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাহিনুর মোল্লা (৩৫) একই এলাকার মালেক মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাড়ির পেছনের একটি নারিকেল গাছে উঠেন সাহিনুর। এসময় বাড়ির লোকজন তাকে বাধা দেন। কিন্তু তিনি কারো কথা না শুনে নারিকেল গাছ থেকে পাশের একটি রেইনট্রি গাছের মগডালে চড়েন। সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে অজ্ঞান হয়ে যান। সেখানে একটি চিকন ডালে আটকে থাকেন অজ্ঞান অবস্থায়। পরে পরিবারের লোকজন ফায়ার সাভির্সে খবর দিলে একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টায় গভীর রাতে সাহিনুরকে উদ্ধার করেন।
উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. সোহাইব হোসেন মুন্সি বলেন, স্থানীয়দের ফোনে শনিবার রাতে সেখানে যাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।