পদ্মায় বেড়াতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার
Published: 5th, April 2025 GMT
পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রী নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই এলাকায় নৌকাডুবির ঘটনায় তাঁরা নিখোঁজ হন।
নিহত ব্যক্তিরা হলেন জেলা সদরের কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৪) ও তাঁর স্ত্রী মাসুদা মেহজাবিন (২০)।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রী উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে তাঁরা ২০ থেকে ২৫ জনের সঙ্গে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় পদ্মায় ভ্রমণে যান। নৌকাটি নদীর মাঝখানে গেলে প্রবল স্রোতে হঠাৎই ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নৌকায় থাকা অন্যরা উদ্ধার হন। তবে স্বামী-স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে সুজানগর নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে তাঁদের খুঁজতে শুরু করেন। রাতে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। সকালে তাঁরা স্থানীয় জেলেদের সহযোগিতায় আবার খোঁজ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
সুজানগর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রথমে নিজেরা ও পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। কিন্তু নদীতে স্রোত থাকায় রাতে নিখোঁজ স্বামী-স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে আবার খোঁজ শুরু করলে ১০টার দিকে তাঁদের লাশ মেলে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প
ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা (ভারত-পাকিস্তান) কোনো না কোনোভাবে এটি ঠিক করে নেবে।
স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড।
আরো পড়ুন:
ক্রিমিয়া ছাড়তে নারাজ ইউক্রেন, জেলেনস্কির কড়া সমালোচনায় ট্রাম্প
অভিবাসী-বিরোধী মার্কিন বিজ্ঞাপনের সমালোচনায় মেক্সিকোর প্রেসিডেন্ট
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি ভারতের খুব ঘনিষ্ঠ, আর আমি পাকিস্তানের খুব কাছের এবং কাশ্মিরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। কাশ্মির নিয়ে দ্বন্দ্ব হাজার বছর ধরে চলছে…সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। ওটা ছিল একটা খারাপ ঘটনা (পহেলগাঁও সন্ত্রাসী হামলা)।”
কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনের ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি নিশ্চিত যে তারা কোনো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।’
গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি। এটি ২০১৯ সালের পর ভারত-শাসিত কাশ্মিরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।
ঢাকা/ফিরোজ