পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রী নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর তাঁদের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একই এলাকায় নৌকাডুবির ঘটনায় তাঁরা নিখোঁজ হন।

নিহত ব্যক্তিরা হলেন জেলা সদরের কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৪) ও তাঁর স্ত্রী মাসুদা মেহজাবিন (২০)।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রী উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকায় বেড়াতে যান। একপর্যায়ে তাঁরা ২০ থেকে ২৫ জনের সঙ্গে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় পদ্মায় ভ্রমণে যান। নৌকাটি নদীর মাঝখানে গেলে প্রবল স্রোতে হঠাৎই ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় নৌকায় থাকা অন্যরা উদ্ধার হন। তবে স্বামী-স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে সুজানগর নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে তাঁদের খুঁজতে শুরু করেন। রাতে রাজশাহী থেকে আসা ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। সকালে তাঁরা স্থানীয় জেলেদের সহযোগিতায় আবার খোঁজ শুরু করেন। পরে সকাল ১০টার দিকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।

সুজানগর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে প্রথমে নিজেরা ও পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। কিন্তু নদীতে স্রোত থাকায় রাতে নিখোঁজ স্বামী-স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে আবার খোঁজ শুরু করলে ১০টার দিকে তাঁদের লাশ মেলে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউরোপের বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্কনীতি ঘোষণার পর অর্থনৈতিক খাতে শোচনীয় অবস্থার পর বিক্ষোভে নেমেছেন এসব মানুষ। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা।

গতকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে ‘হ্যান্ডস অফ’ নামে বিক্ষোভে হয়। বিদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিক ডেমোক্র্যাট দলের সদস্যরা এ বিক্ষোভের ডাক দেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ১ ঘণ্টা আগে

জার্মানির বার্লিনে টেসলার বিক্রয়ক্রেন্দ্রের সামনে বিক্ষোভকারী জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো। প্ল্যাকার্ডে জার্মানিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভে অংশ নেওয়া ডেমোক্র্যাট সমর্থকেরা ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান। তাঁদের হাতে ধরা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘গণতন্ত্র রক্ষা করুন’, ‘হ্যান্ডস অফ’ বা ‘আমাদের নিজের মতো চলতে দাও’, ‘ট্রাম্প তোমার কর্মকান্ডে বিশ্ববাসী বিরক্ত, তুমি চলে যাও’।

বার্লিনে ইলন মাস্কের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারী। তারা বলেছেন, ‘ইলন তোমাকে কেউ ভোট দেয়নি’।

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এতে দুই শতাধিক বিক্ষোভকারী অংশ নেন। যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক।

এ সময় কয়েকজন বিক্ষোভকারী ট্রাম্পের সমালোচনা করেন। অনেকের হাতে ‘অত্যাচারীকে প্রতিহত করুন’, ‘আইনের শাসন’ ও ‘গণতন্ত্র রক্ষা করুন’ লেখা ব্যানার দেখা যায়।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ও পর্তুগালের রাজধানী লিসবনসহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্কবিরোধী বিক্ষোভ হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ