দেশে সংস্কারের দরকার আছে : নুসরাত তাবাসসুম
Published: 5th, April 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেছেন, ‘‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস বহির্বিশ্বে যে সম্মান বাংলাদেশের জন্য এনে দিচ্ছেন এবং দেশে যেসব গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করে যাচ্ছেন, একটি রাজনৈতিক দলের অতি সাধারণ একটি অংশ হিসেবে আমি বিশ্বাস করি, এ সমস্ত সংস্কারের দরকার আছে।’’
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার আমলা সদরপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মিরপুর ও ভেড়ামারা উপজেলার জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
নুসরাত তাবাসসুম বলেন, ‘‘যারা রক্ত দিয়ে শরীরের ব্যথা নিয়ে আমাদের যে স্বাধীনতার সুখ এনে দিয়েছেন, তার কাছে এই সামান্য সম্মাননা কোনো মূল্যই রাখতে পারে না। আমরা তাদের এমন একটি বাংলাদেশ উপহার দেবো, যে বাংলাদেশে তারা অনেক ভালোবাসা পাবে, দোয়া পাবে। তবেই তাদের প্রতিদান দেওয়া সম্ভব হবে।’’
আরো পড়ুন:
ইউনূস-মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে: মির্জা ফখরুল
পরিবেশ খারাপ হয়, এমন মন্তব্য এড়িয়ে চলুন: ইউনূসকে মোদি
এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির মিরপুর উপজেলা শাখা এবং স্থানীয় পাঠাগার ‘পাঠক সমাদর’।
এনসিপির কুষ্টিয়া জেলা প্রতিনিধি কমিটির সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, এনসিপির মিরপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য শামসুল আরেফিন স্ট্যালিন ও পাঠক সমাদরের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত, জুলাই যোদ্ধা আবু সাঈদ, এস এম শফিউল ইসলাম, শাহিনুল ইসলাম ও নাহিদ হোসেন প্রমুখ।
এ সময় এনসিপির কুষ্টিয়া জেলা প্রতিনিধি কমিটির সদস্য রায়হান হাসান, মিরপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য শাহীন পারভেজ, পাঠক সমাদরের সহ-প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, নাজমুল খান জনি, এস এম আকাশসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কম ট র সদস য এনস প র উপজ ল
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন’র অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত
অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশন এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ইং মেয়াদের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটিতে যোগ্য নেতৃত্ব দেওয়ায় সভাপতি মনোনিত হয়েছেন প্রবীর কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি- মোহাম্মদ ফায়েজুর রহমান ভূঞা, সহ-সভাপতি- আলী আকবর ভূইয়া, সহ-সভাপতি- মোঃ খালেদ হোসেন অপু ও সহ-সভাপতি- মোঃ মুুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিত বাকী ১৩ জন হলেন আলহাজ্ব মোঃ সাইদুর রহমান মোল্লা, মোঃ হাবিব ইব্রাহিম বাবুল, মোঃ মাহফুজুর রহমান খাঁন (মাহফুজ), মোঃ নেছারউদ্দিন মোল্লা, আলহাজ্ব মেজবাহ উদ্দিন চৌধুরী, মোঃ ফরহাদ রানা, মোঃ নিজাম মুন্সি, মির্জা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা, ননী গোপাল সাহা, সুভাষ চন্দ্র ধর, মোঃ শাহ আলম সিদ্দিকী ও প্রনব কুমার সাহা।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা শনিবার ২৬ এপ্রিল ২০২৫ইং বেলা ২.০০ ঘটিকায় কার্যকরী কমিটির ১৮ জনের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষনা করেন।
এসময় নির্বাচন বোর্ডের সদস্য মোঃ শাহেদ মাহমুদ শাজাহান ও দিলীপ ঘোষ এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ ফারুক ও নির্বাচন আপিল বোর্ডের সদস্য জনাব মোঃ মজিবর রহমান শিকদার ও জনাব রাজিব কুমার সাহা উপস্থিত ছিলেন এছাড়াও নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ১৮টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগহ করেন এবং ১৮জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন। এরপর যাচাই-বাছাই করে সকলের মনোনয়নপত্র বৈধ্য পাওয়ায় ১৮ জনকেই চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।
বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৮নং অনুচ্ছেদ এবং সংঘ বিধির ১৭ (৫) (ক) ধারা অনুযায়ী জেনারেল গ্রুপ হতে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জন সর্বমোট ১৮ জন কার্য-নির্বাহী সদস্য (২০২৫-২০২৭) হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মোঃ আমির হোসেন বাদশা মিয়া।