এবার ঈদে ‘সিকান্দার’ নিয়ে পর্দায় হাজির হন সালমান খান। স্বভাবতই ভক্তরা ভেবেছিলেন, এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে। কিন্তু দেখা গেলো উল্টো চিত্র। দেড় বছরের বিরতি নিয়ে ফিরেও বক্স অফিসে সুবিধা করতে পারলেন না ভাইজান।

স্যাকনিল্কের মতে, ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পায় ৩০ মার্চ, রবিবার। যার কারণে ‘সিকান্দার’ প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। ৬ দিনে ছবিটি ভারতে মাত্র ৯৪ কোটি রুপি আয় করেছে। স্যাকনিল্ক জানায়, ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.

৫ কোটি রুপি আয় করেছে।

সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। আপাতত ভারতে এই সিনেমার আয় মাত্র ৯৪ কোটি রুপি। যদিও, সালমানের শেষ ছবি ‘টাইগার ৩’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি আয় করেছিল।

ছবির টিম যদিও দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি রুপি আয় করেছে ‘সিকান্দার’। এবার দেখার শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন ফল করে ছবিটি। বদলায় কি না, সালমান খানের ছবির ভাগ্য।

মুক্তির আগেই ‘সিকান্দার’ পাইরেসির শিকার হয়েছিল। একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি।
 
সিকান্দারে সালমানের সঙ্গে জুটি হয়েছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভোটকেন্দ্রে গুলির পাঁচ বছর পর মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনার পাঁচ বছর পর মামলা হয়েছে। ঘটনার সময় গুলিবিদ্ধ মো. শাহিন মিয়ার বাবা শান্তিরাম ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আইয়ুব আলী গত বৃহস্পতিবার বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ৩৪ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

২০১৮ সালের ৩০ ডিসেম্বের জাতীয় সংসদ নির্বাচনের দিন গোলাগুলির এ ঘটনা ঘটে। মামলায় শান্তিরাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শরিফুল ইসলাম শাহিন, ইউপি চেয়ারম্যান এ বি এম মিজানুর রহমান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজিত কুমার প্রামাণিক, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা জাতীয় পাটির সহসভাপতি মো. আবুল হোসেনসহ দুই দলের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।

এজাহারে বলা হয়েছে, ভোট চলাকালে ১৪ দল সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীকে জয়ী করতে ভোটার এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এর পর লাঙল মার্কায় সিল মারতে থাকেন আসামিরা। ভোটাররা প্রতিবাদ করলে আসামি রুবেল মিয়া তাঁর কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে শাহিন মিয়াকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বাদী মো. আইয়ুব আলী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় প্রভাবের কারণে মামলা করতে বিলম্ব হয়েছে। ব্যক্তিগত সিদ্ধান্তেই তিনি মামলা করেছেন।

বাদী এজাহার দায়ের করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে জানান সুন্দর থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ। তিনি বলেন, কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ