৬ দিনে ১০০ কোটি তুলতে পারেনি সালমানের ‘সিকান্দার’
Published: 5th, April 2025 GMT
এবার ঈদে ‘সিকান্দার’ নিয়ে পর্দায় হাজির হন সালমান খান। স্বভাবতই ভক্তরা ভেবেছিলেন, এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে। কিন্তু দেখা গেলো উল্টো চিত্র। দেড় বছরের বিরতি নিয়ে ফিরেও বক্স অফিসে সুবিধা করতে পারলেন না ভাইজান।
স্যাকনিল্কের মতে, ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পায় ৩০ মার্চ, রবিবার। যার কারণে ‘সিকান্দার’ প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। ৬ দিনে ছবিটি ভারতে মাত্র ৯৪ কোটি রুপি আয় করেছে। স্যাকনিল্ক জানায়, ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.
সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। আপাতত ভারতে এই সিনেমার আয় মাত্র ৯৪ কোটি রুপি। যদিও, সালমানের শেষ ছবি ‘টাইগার ৩’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি আয় করেছিল।
ছবির টিম যদিও দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি রুপি আয় করেছে ‘সিকান্দার’। এবার দেখার শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন ফল করে ছবিটি। বদলায় কি না, সালমান খানের ছবির ভাগ্য।
মুক্তির আগেই ‘সিকান্দার’ পাইরেসির শিকার হয়েছিল। একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি।
সিকান্দারে সালমানের সঙ্গে জুটি হয়েছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দরুদ পাঠের সওয়াব
আল্লাহর নবীকে (সা.) কেউ সালাম পাঠালে এবং তাঁর ওপর দরুদ পাঠ করা হলে, তা তাঁর অবিদিত থাকে না। বরং হাদিসে আছে, আল্লাহর অনেক ফেরেশতা জমিনে বিচরণরত আছেন। উম্মতের সালাম তারা নবীজির (সা.) কাছে পৌঁছে দেন (সুনানে নাসায়ি, হাদিস: ১,২৮১)। এমনকি এক হাদিসে আছে, মহানবী (সা.) নিজেই সালামের উত্তর দেন। কীভাবে? আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, মহানবী (সা.) বলেছেন, ‘যে কেউ আমাকে সালাম পাঠালেই আল্লাহ আমার রুহ ফিরিয়ে দেবেন, যেন আমি তার সালামের উত্তর দিতে পারি।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২,০৪১)
কেউ আল্লাহর রাসুলের (সা.) নামে দরুদ ও সালাম পাঠালে প্রতিদান স্বরূপ আল্লাহ তাঁর ওপর দশবার দয়া করেন (সহিহ মুসলিম, হাদিস: ৪০৮)। নবীজির (সা.)দীর্ঘ দিনের খাদেম আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে আমার প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ তাকে দশবার রহমত করবেন এবং তার দশটি পাপ ক্ষমা করবেন এবং বেহেশতে তার মর্যাদা দশ স্তর বৃদ্ধি করে দেবেন।’ (সুনানে নাসায়ি, হাদিস: ১,২৯৬)
আরও পড়ুনকেন দরুদ পাঠ করব১৫ মার্চ ২০২৫আবু তালহা (রা.) বলেন, একদিন রাসুল (সা.) এলেন। তাঁর চেহারাজুড়ে ছড়িয়ে ছিল খুশির আভা। আমরা বললাম, ‘আপনার চেহারায় খুশির আভা দেখছি, আল্লাহর রাসুল।’ তিনি বললেন, ‘আমার কাছে ফেরেশতা এসে বললেন, ‘মুহাম্মদ(সা.), আপনার প্রতিপালক বলেছেন, ‘এটা কি আপনাকে সন্তুষ্ট করবে না যে, কেউ আপনার ওপর একবার দরুদ পড়লে আমি তাকে দশবার রহমত করব, আর একবার আপনার ওপর শান্তি বর্ষণের প্রার্থনা করলে আমি তার ওপর দশবার শান্তি বর্ষণ করব?’ (সুনানে নাসায়ি, হাদিস: ১,২৮২)
একইভাবে যারা দরুদ পড়ে না, তাদের বিষয়েও সতর্কতা জানিয়েছেন নবীজি (সা.)। বলেছেন, ‘ধ্বংস হোক তাঁর, যার সামনে আমার আলোচনা হয়, অথচ আমার প্রতি দরুদ পড়ে না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩,৫৪৫)
মহানবীর দৌহিত্র হোসাইন ইবনে আলি (রা.) থেকে বর্ণিত হাদিসে আছেন, রাসুল (সা.) বলেছেন, ‘কৃপণ তো সে, যার সামনে আমার আলোচনা হয়, অথচ আমার প্রতি দরুদ পড়ে না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩,৫৪৬)
আরও পড়ুননামাজের ভেতরে দরুদ পড়ার নিয়ম০৭ ফেব্রুয়ারি ২০২৫