ঈদ উৎসবে বিনোদন কনটেন্ট বা পণ্য নির্বাচনে সার্চের বিকল্প নেই। ডিজিটাল বিনোদন এখন সার্চ ছাড়া অসম্ভব। সুদক্ষ ও নির্ভরযোগ্য ওয়েব ব্রাউজার ছাড়া ঠিকঠাক তথ্যের খোঁজ পাওয়া যেন দুরূহ। মাইক্রোসফট এডজ ব্রাউজারে বিশেষ সংযোজন তেমনই উদাহরণ।

মাইক্রোসফট উদ্ভাবিত আধুনিক ব্রাউজার, যা দেবে দ্রুত ও নিরাপদ অনলাইন অভিজ্ঞতা। ব্রাউজারটি গ্রাউন্ডআপ থেকে নির্মিত। এ ব্রাউজার ভক্তদের কনটেন্ট চাহিদা পূরণে সঠিক পণ্য খুঁজে নিতে সহায়তা করে। মাইক্রোসফট যখন প্রথম নতুন ব্রাউজার উদ্ভাবনের ঘোষণা দেয়, তখন কিছুটা সংশয় ছিল।

অনেকে ভেবেছিলেন, অন্য কোনো ব্রাউজার থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতেই সবাই পছন্দ করেন। তাই অন্য ধারার ব্রাউজার সহজে জায়গা করে নিতে পারবে না। কিন্তু আদৌ তেমনটা হয়নি। মাইক্রোসফট ব্রাউজার শুরু থেকেই গ্রাহকপ্রিয়তা নিশ্চিত করে এগিয়ে চলেছে। গবেষকরা বলছেন, ব্রাউজার প্রতিযোগিতায় গুগল ক্রোম অনেক এগিয়েছে। তবে মাইক্রোসফটের সর্বশেষ অফার নতুন প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। মাইক্রোসফট এডজ এখন ইন্টারনেটে তৃতীয় জনপ্রিয় ওয়েব ব্রাউজার।

সবাই যেভাবে ওয়েব ব্রাউজ করে, তার মধ্যে সবচেয়ে জরুরি গোপন তথ্যের সুরক্ষা। মূলত এটি বিনামূল্যের ওপেন সোর্স ওয়েব ব্রাউজার, যা ক্রোমিয়াম বৈশিষ্ট্যে নির্মিত। সার্চ ইঞ্জিন, যা গুগল ক্রোমকে শক্তিশালী করে। সাহসী ব্রাউজার গ্রাহককে অনলাইনে ব্রাউজ করার সময় গোপনীয়তা, নিরাপত্তা ও গতির প্রশ্নে আপস করার সুযোগ দেয় না।

ট্র্যাকিং কুকিজ ও অনুপ্রবেশকারী বিজ্ঞাপনের ওপর নির্ভর করার বদলে সাহসী ব্রাউজার ক্ষতিকারক সবকিছু সমূলে ব্লক করতে সক্ষম। ডিজিটাল ক্যানভাসে অনেকে সুরক্ষিত থাকতে ক্ষতিকারক ওয়েবসাইট থেকে বেনামি ব্রেভ লেজারের ওপর নির্ভর করে। সাহসী ব্রাউজর হিসেবে খ্যাত ব্রেভ তথ্য খুঁজতে দ্রুত ব্রাউজিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা স্মার্ট ডিভাইসের জন্য সহজে অপ্টিমাইজ সুবিধা দেয় বলে নির্মাতারা জানায়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর: এনসিপি নেতা শিশির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ভোট না পেয়েও একজন গত ১৭ বছর প্রধানমন্ত্রী ছিলেন। এতে বোঝা যায়, বর্তমান সংবিধান ও রাজনৈতিক বন্দোবস্ত অকার্যকর।

শনিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর উত্তর বাজারে বাগমারা দক্ষিণ ইউনিয়ন জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নাল আবেদীন।

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করে জয়নাল আবেদীন বলেন, ‘বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে। আস্তে আস্তে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে...। এখন বাংলাদেশের মানুষ বলছে ইউনূসকে এ দেশের জনগণের জন্য ৫ বছর থাকা উচিত। কেউ কেউ বলছেন গণভোট দিয়ে উনাকে আবার নির্বাচিত করা উচিত। অনেকে বলছে আমরা ইউনূসের পক্ষে আছি গণভোটের মাধ্যমে তা প্রমাণ করব।’

এনসিপির এই নেতা বলেন, ‘এদেশের মানুষ কোনো না কোনোভাবে দাস হয়ে ছিল। যেমন আমরা ব্রিটিশদের দাস ছিলাম, পাকিস্তানের কাছে আবদ্ধ ছিলাম, ৫৪ থেকে ২৪ পর্যন্ত ভারতের একটা কলোনিই ছিলাম, নাগরিক ছিলাম না৷ এই প্রথম ২৪–এর পরবর্তীতে একটা সময় হয়েছে নাগরিক হয়ে ওঠার।'

এনসিপি নেতা মাইনউদ্দিনের সভাপতিত্বে ও খন্দকার ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব শাকিল আহম্মেদ, এনসিপি নেতা জালাল আহমেদ, আবুল কাশেম, হেলাল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহবায়ক নোমান হোসেন ও জুলাই আন্দোলনে পুলিশের ছোররা গুলিতে আহত মেহেদী হাসান । পরে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন এনসিপি নেতা কবির আহমেদ।

সম্পর্কিত নিবন্ধ