বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারে স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, বরং এই বিচারিক সংস্কার নিজেই ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

শনিবার দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড প্যালেস মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্য দক্ষতা বৃদ্ধিতে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ বহু বছর ধরে অভ্যন্তরীণ সংস্কারে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের একমাত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্বগ্রহণ করেছে। গত ৮ মাসে অভূতপূর্ব গতি অর্জন করেছে এই সংস্কারে। অনেকদিন পর বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে। এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। আশা করছি, এই বার্তা সারাদেশে সমানভাবে সবার মাঝে প্রতিফলন হবে।

ইউএনডিপি আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও কার্য দক্ষতা বৃদ্ধিতে এই আঞ্চলিক সেমিনারে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রিটিশ হাই কমিশনার এইচ ই সারা কুকসহ অন্যান্য আমন্ত্রিতগণ। সেমিনারে রংপুর বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটরগণ অংশ নেন। এর আগে শুক্রবার ৫ দিনের সফরে রংপুরে আসেন প্রধান বিচারপতি। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। ১৯৫২ সালের এই দিনে দেশের ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের আন্দোলন-সংগ্রামে ছাত্র ইউনিয়ন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। 

বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 

দিনটি উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে দেশব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ