ইসরায়েল গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি।

গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ জন নিহত হন। গাজা সিটির আল–আহলি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হন।

হামাস সতর্ক করে জানিয়েছে, গাজায় যেসব এলাকাকে নতুন করে ইসরায়েলি সামরিক উচ্ছেদের লক্ষ্যবস্তু বানানো হয়েছে, সেখানে থাকা অন্য বন্দীদের অর্ধেকের বেশি এখন চরম ঝুঁকির মধ্যে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ৬০৯ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৫ হাজার ৬৩ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা হালনাগাদ করে ৬১ হাজার ৭০০ জনের বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনগাজার দুই-তৃতীয়াংশ এলাকায় ফিলিস্তিনিদের চলাচলে ইসরায়েলের বাধা১৩ ঘণ্টা আগে

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন। ওই সময় ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে এ পর্যন্ত গাজায় ১ হাজার ২৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজার ২২ জন। সেখানে আবারও বড় আকারে হামলা চালাচ্ছে ইসরায়েল।

আরও পড়ুনগাজার তিনটি স্কুলে ইসরায়েলি হামলা, ১৮ শিশুসহ নিহত ৩৩ ০৩ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসর য় ল

এছাড়াও পড়ুন:

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছে ৪ লাখ মানুষ

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে কমপক্ষে চার লাখ মানুষ উপস্থিত ছিলেন। শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী  মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে কমপক্ষে চার লাখ মানুষ উপস্থিত ছিলেন এবং রোমের রাস্তায় তারা সারিবদ্ধভাবে ছিলেন। ভ্যাটিকানের ধারণা ছিল, আড়াই লাখ মানুষ শেষকৃত্যে অংশ নিতে পারে।

তিনি বলেছেন, “আমরা অনুমান করি যে সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত এবং পথের ধারে সব মিলিয়ে লোকের সংখ্যা চার লাখের কম হবে না।”

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত সোমবার মারা যান। শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনসহ অনেক বিশ্বনেতা অংশ নিয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • কাশ্মীরে ৯টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী 
  • পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছে ৪ লাখ মানুষ