সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেজ ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই।

শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন (৪০) ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছোট ভাই আশরাফ হোসেনসহ ৩ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র ছোট ভাই সোহরাব ও আশরাফের সঙ্গে বাকবিতণ্ডা হয় মেজ ভাইয়ের। একপর্যায়ে আশরাফ ধারালো ছুরি দিয়ে মেজ ভাই মোশাররফ হোসেনকে আঘাত করেন।

আরো পড়ুন:

স্বামীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে হত্যা, স্ত্রী আটক

ছুরিকাঘাতে যুবক খুন, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

এসময় তাকে রক্ষায় এগিয়ে এলে বড় ভাই হোসেন আলীকেও আঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মেজ ভাই মোশাররফ হোসেন মারা যান।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, ‘‘মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত আশরাফ হোসেনসহ ৩ জনকে আটক করা হয়েছে।’’

ঢাকা/শাহীন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আশর ফ

এছাড়াও পড়ুন:

শাহবাগে ফুলের দোকানের আগুন নিভেছে

রাজধানীর শাহবাগে ফুলের কয়েকটি টিনশেড দোকানে লাগা আগুন নিভেছে। শনিবার রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়। খবর পেয়ে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বেলুন ফোলানোর হিলিয়াম অথবা হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ছিল। তাই সাবধানতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তবে কোনোরকমের বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

দোকানগুলোতে ছিল বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার

সম্পর্কিত নিবন্ধ