ভারতে ওয়াক্‌ফ বিল পাস হতে না হতেই সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মুসলিম সংগঠন থেকেই মামলা করার ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই সঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড জানিয়েছে, এই আইনের বিরুদ্ধে তারা দেশজুড়ে আন্দোলন শুরু করবে।

ওয়াক্‌ফ বিল সমর্থন করায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউতে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে ৫ নেতা দল ত্যাগ করেছেন। ওই ৫ নেতার মধ্যে ৪ জন মুসলিম হলেও একজন হিন্দু। রাজু নায়ার নামে ওই হিন্দু নেতা তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘দলের ভূমিকায় আমি হতাশ। এটি আরেক কালা আইন। মুসলিমদের ওপর অত্যাচার ও অবিচার এতে আরও বাড়বে।’

বিহারে জেডিইউতে অসন্তোষ আগামী দিনে ঘোরাল হয়ে উঠতে পারে। এই বছরের শেষে ওই রাজ্যে বিধানসভার ভোট। জেডিইউ মুসলিম ভোট না পেলে তা নিশ্চিতই বিরোধী শিবিরে জমা পড়বে। তাতে বিজেপির ক্ষতি কতটা হতে পারে, সেই ভাবনা রাজ্যের শাসক দলের মধ্যে রয়েছে।

বিজেপি অবশ্য বারবার বলতে চাইছে, এই আইন মুসলিমদের ধর্মাচরণে বাধা হবে না। এই আইন মুসলিম সমাজের মঙ্গলের জন্যই করা।

বিরোধীদের উৎসাহ ও জেডিইউতে অসন্তোষের পাশাপাশি কোমর কষতে শুরু করেছে বিজেপি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, যেসব সম্পত্তি ওয়াক্‌ফ আইন হওয়ার আগে নথিভুক্ত করা হয়নি, তার তালিকা প্রস্তুত করতে।

ওয়াক্‌ফ (সংশোধনী) বিলের ওপর ভোটাভুটির সময় বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান স্পষ্টতর হয়েছে। যেসব দল এত দিন এনডিএতে যোগ না দিয়েও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছিল, তাদের অবস্থান বদলেছে। বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেস দলবদ্ধভাবে মোদি সরকারের এই উদ্যোগকে সমর্থন করেনি। দুই দলের কেউ কেউ সরকারকে সমর্থন করলেও অনেকেই ওয়াক্‌ফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই দুই দল সংসদের কোনো কক্ষে দলীয় সদস্যদের হুইপ দেয়নি। দুই দলই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সদস্যদের ওপরেই ছেড়ে দিয়েছিল।

এই বিল একদিকে যেমন নতুন এক মেরুকরণের সম্ভাবনা জাগিয়ে তুলেছে তেমনই ছাড়া ছাড়া ‘ইন্ডিয়া’ জোটকে ঐকবদ্ধ করে দিয়েছে। কোনো একটি ইস্যুতে ‘ইন্ডিয়া’ এভাবে আগে জোটবদ্ধ হয়নি। আগামী দিনে এই সংঘবদ্ধতার পরিণতি কী হতে পারে, সে দিকে বিরোধীদের সতর্ক দৃষ্টি রয়েছে। একই রকম বিজেপি দেখতে আগ্রহী, এই আইন ধর্মীয় মেরুকরণকে আরও দৃঢ় করে কি না।

তবে আপাতত সবার দৃষ্টি সুপ্রিম কোর্টে। গত বুধবার লোকসভা ও বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পর শুক্রবারেই কংগ্রেস জানিয়ে দেয়, তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই লোকসভার দলীয় নেতা মহম্মদ জাভেদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। একই দিনে মামলা করেন এআইএমআইএম নেতা ও সংসদ সদস্য আসাউদ্দিন ওয়েইসি। তাঁরা দুজনেই ওয়াক্‌ফ বিল নিয়ে গঠিত সংসদের যৌথ কমিটির (জেডিসি) সদস্য ছিলেন।

ওয়াক্‌ফ বিল পাস হওয়ার প্রতিবাদে বিক্ষোভ। দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসে, ৪ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস য সরক র

এছাড়াও পড়ুন:

ওয়াক্‌ফ নিয়ে আদালতে মুসলিম সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, নীতীশের দল ছাড়ছেন মুসলিম নেতারা

ভারতে ওয়াক্‌ফ বিল পাস হতে না হতেই সুপ্রিম কোর্টে দায়ের হলো মামলা। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মুসলিম সংগঠন থেকেই মামলা করার ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই সঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড জানিয়েছে, এই আইনের বিরুদ্ধে তারা দেশজুড়ে আন্দোলন শুরু করবে।

ওয়াক্‌ফ বিল সমর্থন করায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউতে ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে ৫ নেতা দল ত্যাগ করেছেন। ওই ৫ নেতার মধ্যে ৪ জন মুসলিম হলেও একজন হিন্দু। রাজু নায়ার নামে ওই হিন্দু নেতা তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘দলের ভূমিকায় আমি হতাশ। এটি আরেক কালা আইন। মুসলিমদের ওপর অত্যাচার ও অবিচার এতে আরও বাড়বে।’

বিহারে জেডিইউতে অসন্তোষ আগামী দিনে ঘোরাল হয়ে উঠতে পারে। এই বছরের শেষে ওই রাজ্যে বিধানসভার ভোট। জেডিইউ মুসলিম ভোট না পেলে তা নিশ্চিতই বিরোধী শিবিরে জমা পড়বে। তাতে বিজেপির ক্ষতি কতটা হতে পারে, সেই ভাবনা রাজ্যের শাসক দলের মধ্যে রয়েছে।

বিজেপি অবশ্য বারবার বলতে চাইছে, এই আইন মুসলিমদের ধর্মাচরণে বাধা হবে না। এই আইন মুসলিম সমাজের মঙ্গলের জন্যই করা।

বিরোধীদের উৎসাহ ও জেডিইউতে অসন্তোষের পাশাপাশি কোমর কষতে শুরু করেছে বিজেপি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, যেসব সম্পত্তি ওয়াক্‌ফ আইন হওয়ার আগে নথিভুক্ত করা হয়নি, তার তালিকা প্রস্তুত করতে।

ওয়াক্‌ফ (সংশোধনী) বিলের ওপর ভোটাভুটির সময় বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান স্পষ্টতর হয়েছে। যেসব দল এত দিন এনডিএতে যোগ না দিয়েও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করছিল, তাদের অবস্থান বদলেছে। বিজু জনতা দল ও ওয়াইএসআর কংগ্রেস দলবদ্ধভাবে মোদি সরকারের এই উদ্যোগকে সমর্থন করেনি। দুই দলের কেউ কেউ সরকারকে সমর্থন করলেও অনেকেই ওয়াক্‌ফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এই দুই দল সংসদের কোনো কক্ষে দলীয় সদস্যদের হুইপ দেয়নি। দুই দলই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সদস্যদের ওপরেই ছেড়ে দিয়েছিল।

এই বিল একদিকে যেমন নতুন এক মেরুকরণের সম্ভাবনা জাগিয়ে তুলেছে তেমনই ছাড়া ছাড়া ‘ইন্ডিয়া’ জোটকে ঐকবদ্ধ করে দিয়েছে। কোনো একটি ইস্যুতে ‘ইন্ডিয়া’ এভাবে আগে জোটবদ্ধ হয়নি। আগামী দিনে এই সংঘবদ্ধতার পরিণতি কী হতে পারে, সে দিকে বিরোধীদের সতর্ক দৃষ্টি রয়েছে। একই রকম বিজেপি দেখতে আগ্রহী, এই আইন ধর্মীয় মেরুকরণকে আরও দৃঢ় করে কি না।

তবে আপাতত সবার দৃষ্টি সুপ্রিম কোর্টে। গত বুধবার লোকসভা ও বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পাস হওয়ার পর শুক্রবারেই কংগ্রেস জানিয়ে দেয়, তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবে। সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই লোকসভার দলীয় নেতা মহম্মদ জাভেদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। একই দিনে মামলা করেন এআইএমআইএম নেতা ও সংসদ সদস্য আসাউদ্দিন ওয়েইসি। তাঁরা দুজনেই ওয়াক্‌ফ বিল নিয়ে গঠিত সংসদের যৌথ কমিটির (জেডিসি) সদস্য ছিলেন।

ওয়াক্‌ফ বিল পাস হওয়ার প্রতিবাদে বিক্ষোভ। দক্ষিণ কলকাতার পার্ক সার্কাসে, ৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ