যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে করণীয় ঠিক করতে কাল রোববার জরুরি আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বৈঠকের মূল উদ্দেশ্য হলো পাল্টা শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করার পাশাপাশি পরবর্তী কৌশল ঠিক করা। এ বৈঠক সশরীর অনুষ্ঠিত হবে না। জুম লিংকের মাধ্যমে ভার্চ্যুয়ালি এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন।

রোববার সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

ঈদের ছুটির মধ্যেও গতকাল শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে বৈঠকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। যাঁদের বৈঠকে অংশ নিতে অনুরোধ করে চিঠি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন পররাষ্ট্রসচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের অতিরিক্ত সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর, বেসরকারি প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ ও বেসরকারি প্রতিষ্ঠান র‍্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।

গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশির দেশের পণ্যে এমন শুল্ক আরোপ করেন তিনি। যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেশি, সেই দেশের ওপর বেশি হারে শুল্ক আরোপ হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো যে দেশে যুক্তরাষ্ট্রের পণ্য যায়, সে দেশে উচ্চ শুল্ক হারসহ বিভিন্ন ধরনের বাণিজ্য বাধা আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প

এছাড়াও পড়ুন:

‘পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, ডুবে যাচ্ছি, আবার ভেসে উঠছি’

নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র বানিয়ে ১৮ বছর পার করেছেন আদনান আল রাজীব। পরিচালক হিসেবে সবচেয়ে মন ভালো করা খবরটি পেলেন। কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তাঁর পরিচালিত সিনেমা ‘আলী’। সিনেমাটির দৈর্ঘ্য ১৫ মিনিট।
গতকাল বিকেলে অফিশিয়াল ওয়েবসাইটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকা ঘোষণা করে কান উৎসব কর্তৃপক্ষ। এর কাছাকাছি সময়ে নির্মাতা রাজীবও ফেসবুকে সুখবরটি জানান। সহকর্মী থেকে শুরু করে বিনোদন অঙ্গনের শুভাকাঙ্ক্ষীরা আদনানের এ খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
কানে তাঁর সিনেমার মনোনয়ন নিয়ে জানতে চাইলে উচ্ছ্বসিত আদনান প্রথম আলোকে বলেন, এবারই প্রথম কান উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো ছবি জায়গা করে নিয়েছে। তাঁর ভাষ্যে, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। অদ্ভুত একটা অভিজ্ঞতা। পুরোটাই স্বপ্নের মতো। মনে হচ্ছে, ডুবে যাচ্ছি, আবার ভেসে উঠছি। বোঝানো যাবে না, হার্টবিট (হৃৎস্পন্দন) বেড়ে যাচ্ছে। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ আসর। জানতে পেরেছি, সাড়ে চার হাজার চলচ্চিত্র থেকে আমাদেরটা নির্বাচিত হয়েছে। এটা আসলে কল্পনাই করা যায় না।’

আরও পড়ুনকানে রাজীবের ‘আলী’, যা বললেন ফারুকী৯ ঘণ্টা আগে

‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।
সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। আদনান বলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি। আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ক্যাটালগ নামে। বাংলাদেশ থেকে সেই প্রতিষ্ঠানে আছি আমি আর তানভীর, ফিলিপাইন থেকে আছে আমাদের আরও দুজন বন্ধু। চারজন মিলে গেল বছরে প্রতিষ্ঠানটা শুরু করি। শুরুর পর কোনো কাজ করা হচ্ছিল না। তারপর আমরা কাজ শুরু করলাম। ‘আলী’ গল্পটা বানালাম, যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা। ফেব্রুয়ারিতে আমরা জমা দিই কান উৎসবে। এরপর জানতে পারলাম মনোনয়নের খবর।’

আরও পড়ুনকান উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমা১৩ ঘণ্টা আগে

পরিচালক আদনান জানান, ‘আলী’ ছবিতে অভিনয় করেছেন আল আমিন। যিনি গান করেন এবং ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। এ ছাড়া আছেন ইন্দ্রানী সোমা।
‘আলী’ কানে জায়গা করে নেওয়ায় আনন্দিত সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

‘আলী’‘আলী’ সিনেমার দৃশ্য

সম্পর্কিত নিবন্ধ