বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

শফিকুল আলমের পোস্টে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই জরুরি বৈঠক ডেকেছেন অধ্যাপক ইউনূস।

জরুরি বৈঠকে উপদেষ্টারা, শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা অংশ নেবেন বলে জানিয়েছেন শফিকুল আলম।

গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ হারে পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশির দেশের পণ্যে এমন শুল্ক আরোপ করেছেন তিনি।

যে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেশি, সেই দেশের ওপর বেশি হারে শুল্ক আরোপ হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। যুক্তরাষ্ট্রের এমন শুল্ক আরোপের ঘটনায় বিভিন্ন দেশ ব্যবস্থা নিতে শুরু করেছে। এ ব্যাপারে বাংলাদেশও উদ্যোগ নিচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

শাহবাগে ফুলের দোকানের আগুন নিভেছে

রাজধানীর শাহবাগে ফুলের কয়েকটি টিনশেড দোকানে লাগা আগুন নিভেছে। শনিবার রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়। খবর পেয়ে পলাশী ও সিদ্দিকবাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জেলার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে তাঁরা ধারণা করছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বেলুন ফোলানোর হিলিয়াম অথবা হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার ছিল। তাই সাবধানতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। তবে কোনোরকমের বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

দোকানগুলোতে ছিল বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার

সম্পর্কিত নিবন্ধ