৬ দিনে সালমান-রাশ্মিকার সিনেমার আয় কত?
Published: 5th, April 2025 GMT
প্রায় দেড় বছর বিরতি নিয়ে বক্স অফিসে ফিরেছেন সালমান খান। এবারের ঈদে মুক্তি পায় সালমান খান এবং রাশ্মিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঈদ উপলক্ষে গত রবিবার (৩০ মার্চ) মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। বক্স অফিস বিশ্লেষক স্যাকনিলকের মতে, ৬ দিনে সিনেমাটি ভারতে ৯৩.
সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে। কারণ, মুক্তি পায় রবিবার ৩০ মার্চে। স্যাকনিল্ক জানিয়েছে, সিনেমাটি প্রথম শুক্রবারে (ষষ্ঠ দিনে) মাত্র ৩.৫ কোটি রুপি আয় করেছে। সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা হয়তো অনেকে কল্পনাতেও আনেনি। সালমান খানের শেষ সিনেমা ‘টাইগার থ্রি’ ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি রুপি আয় করেছিল।
আরো পড়ুন:
কত টাকা আয় করল সালমান-রাশমিকার সিনেমা?
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান
অনেকেই ভেবেছিলেন, ঈদের সিনেমা দিয়ে অন্তত ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করবেন সালমান খান। যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল, রণবীর কাপুররা।
স্যাকনিলক জানিয়েছে, ভারতে ২৬ কোটি টাকা দিয়ে খাতাখোলার পর সিকান্দার সিনেমাটি গত ৬ দিনে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি। তবে সিনেমাটির টিম দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি রুপি আয় করেছে সিকান্দার। এবার দেখার বিষয় ভারতীয় বক্স অফিসে শনিবার ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন পারফর্ম ‘সিকান্দার’। বদলায় কি না, সালমান খানের সিনেমার ভাগ্য।
সালমান খান ও রাশ্মিকা মান্দনা ছাড়াও ‘সিকান্দার’-এ অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল, শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর। এটি সঞ্জয় রাজকোট ওরফে সিকান্দার নামে এক ব্যক্তির গল্প বলে, যিনি একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং এই নিয়ে নিজের ছেলেরই মুখোমুখি হন। সিনেমায় রাশ্মিকা তার স্ত্রী সাইসরি-র চরিত্রে অভিনয় করেছেন।
মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছিল ‘সিকান্দার’। একাধিক ওয়েবসাইটে ফাঁস হয়ে যায় ‘সিকান্দার’। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (আইএমপিপিএ) এর তীব্র নিন্দা জানিয়েছিল।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কাপাসিয়ায় অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক
অবশেষে মঞ্চায়িত হলো ‘আপন-দুলাল’ নাটক। গতকাল শনিবার বেলা ১১টার দিকে কাপাসিয়ার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে শুরু হয় নাটকটি। মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টার দিকে শেষ হয় নাটকটির মঞ্চায়ন।
এ নাটকে অংশ নেন নরসিংদীর ভেলানগর এলাকার দিপ্তি নাট্য সংস্থা নামক একটি যাত্রা দলের ১৭ জন অভিনয় শিল্পী ও স্থানীয় চারজন অভিনেতা। নাটক পরিবেশনকালে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, কাপাসিয়ার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক।
আয়োজক শামসুল হক জানান, তিনি ৩০ হাজার টাকা চুক্তিতে ‘আপন-দুলাল’ নাটকটি মঞ্চায়নের জন্য নরসিংদীর ভেলানগরের দিপ্তি নাট্য সংস্থা নামক যাত্রা দলকে ভাড়া করেন। তাছাড়া সাউন্ড সিস্টেম ও ডেকোরেশনসহ ৫০ হাজার টাকা খরচ হয়। গ্রামবাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘আপন দুলাল’ গীতি নাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঈদ পরবর্তী সময়ে বিনোদন দিতে পেরে আনন্দ অনুভব করছেন তিনি।
দিপ্তি নাট্য সংস্থার স্বত্বাধিকারী মো. হাসান জানান, তাঁর দলের পেশাদার সাতজন নারী ও পাঁচজন পুরুষ শিল্পীসহ ১৭ জন অভিনয় শিল্পীকে নিয়ে নাটকটি মঞ্চস্থ করেন। তাছাড়া স্থানীয় চারজন অভিনেতা কিছু কিছু খণ্ডচিত্রে অভিনয় করেছেন। আয়োজক ও দর্শকের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, তিনি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাটকসহ যে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা সব সময়ই করে থাকেন। এ নাটক পরিবেশন নিয়ে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের যারা বিভ্রান্ত করেছেন এবং স্থানীয় লোকজন ও বিএনপি নেতাকর্মীর সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কাপাসিয়া থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটকটি মঞ্চায়নের সময় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। খুবই শান্তিপূর্ণ পরিবেশে নাটকটি মঞ্চস্থ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই মাঠে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তা বাতিল করা হয়। পরে বিষয়টি নিয়ে শুক্রবার পুলিশ, স্থানীয় মুসল্লিদের সঙ্গে আলোচনা হয়। পরে নাটকটি শনিবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়।