কুমিল্লার তিতাস উপজেলার বড়গাজীপুর গ্রামের বাস্তুহারা কলোনির এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম রুবেল মিয়া (৩০)। তিনি তিতাস উপজেলার বড়গাজিপুর গ্রামের বাস্তুহারা কলোনির বাসিন্দা আলী মিয়ার ছেলে।

খবর পেয়ে তিতাস থানা-পুলিশ রাত আটটায় ঘটনাস্থলে পৌঁছে নিহত রুবেলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ আজ শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রুবেলকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই কলোনির বাসিন্দা জয়নাল আবেদীন (৫০) ও তাঁর ছেলে মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলীকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রুবেলকে কুপিয়ে হত্যার ঘটনায় তাঁর বড় ভাই জিয়াউর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেছেন। তিনি বলেন, তাঁর ভাই দুপুরের খাবার খেয়ে নিজে ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় রুবেলের বন্ধু সুন্দর আলী ভাইকে মুঠোফোনে বেলা আড়াইটার দিকে ডেকে নিয়ে যান। রাত সাতটার দিকে পরিবারের সদস্যরা খবর পান, রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পূর্ববিরোধের দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। তার মধ্যে একটি হচ্ছে মাদক সেবনসংক্রান্ত বিরোধ, অপরটি নারীসংক্রান্ত বিরোধ। কোনটি সঠিক, তা খতিয়ে দেখা হচ্ছে। কুপিয়ে হত্যা করা রুবেলের মরদেহ জয়নাল আবেদীনের বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ি ঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ এপ্রিল) উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাহেনা গ্রামের মুদি দোকানি মো. জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ হামলার চালায়।

জানা যায়, বেশ কয়েকদিন আগে ২নং ওয়ার্ডের  সুলতান মোল্লার ছেলে কথিত যুবদল নেতা সজীব মোল্লা কাহেনা গ্রামের মুদি দোকানী জাহাঙ্গীর মিয়ার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

মুদি দোকানি জাহাঙ্গীর মিয়া চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ৫ এপ্রিল সন্ধ্যায় জাহাঙ্গীর এর বাড়িতে কথিত যুবদল নেতা সজীব মোল্লা সহ সন্ত্রাসী সোয়েব ভূঁইয়া, সজীব এর ছোট ভাই মাদক ব্যবসায়ী সাজ্জাদ মোল্লা, হত্যা মামলার আসামি ও মাদক ব্যবসায়ী শাওন মিয়া সহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে ও নগদ অর্থ লুট করে।

পরে সন্ত্রাসীরা এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে অথবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।

এদিকে ফের সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ভয়ে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেনা ভুক্তভোগী জাহাঙ্গীর। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত নিবন্ধ