নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক, যে সুবিধা পাওয়া যাবে
Published: 5th, April 2025 GMT
শিল্পীদের নতুন গান প্রচারের পাশাপাশি শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দিতে নতুন প্ল্যাটফর্ম চালু করছে টিকটক। ‘টিকটক ফর আর্টিস্টস’ নামের প্ল্যাটফর্মটি বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এটি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে টিকটক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও মিউজিক অ্যালাই জানিয়েছে, টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা তাঁদের গান প্রকাশের আগে বিশেষ প্রচারণা চালাতে পারবেন। এর ফলে ভক্তরা গান প্রকাশের আগেই স্পটিফাই ও অ্যাপল মিউজিকে গানটি সংরক্ষণ (প্রি-সেভ) করে রাখতে পারেন। গানের প্রচারণা চালানোর পাশাপাশি শিল্পীরা নিজেদের গান কোন দেশে বেশি জনপ্রিয়তা পেয়েছে, তা–ও জানতে পারবেন। শুধু তা–ই নয়, ভক্তদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য বিক্রিসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালাতে পারবেন শিল্পীরা।
আরও পড়ুনটিকটক আসক্তির রহস্য জানা গেল টিকটকেরই তথ্যে১৮ অক্টোবর ২০২৪শিল্পী ও ভক্তদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করতে টিকটক ফর আর্টিস্টস প্ল্যাটফর্মের বেটা সংস্করণে ‘মিউজিক ট্যাব ফ্যান স্পটলাইট’ নামের ট্যাব যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে ক্লিক করলেই নির্বাচিত ভক্তদের তৈরি ভিডিও শিল্পীদের প্রোফাইলে দেখা যাবে। এর ফলে ভক্তরা আরও সক্রিয়ভাবে শিল্পীদের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং শিল্পীরা অনলাইনে নিজস্ব কমিউনিটি গড়ে তুলতে পারবেন।
আরও পড়ুনটিকটক ভিডিও নির্মাতাদের জন্য সুখবর০৩ মে ২০২৪টিকটক দীর্ঘদিন ধরে সংগীতজগতে নতুন প্রযুক্তি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই মধ্যে অনেক শিল্পীর গান টিকটকের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। তাই শিল্পীদের জন্য পৃথক একটি প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ সময়োপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সূত্র: টেক ক্র্যাঞ্চ
আরও পড়ুনটিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী২৩ জানুয়ারি ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম প রব ন ট কটক
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে পানের বরজ থেকে কৃষকের লাশ উদ্ধার
রাজশাহীর দুর্গাপুরে পানের বরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামের এক কৃষকের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে, গত রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাসেল মোল্লা উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। স্বজনদের অভিযোগ, রাসেলকে হত্যার পর গলায় ফাঁস লাগিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, রাসেলের নিজের পানের বরজ আছে। তবে, লাশ পাওয়া গেছে তার চাচা আব্বাস মোল্লার বরজে। গত রাতে নিখোঁজের পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। আজ সকালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের গলায় ফাঁস লাগানো থাকলেও তার পা মাটিতে লাগানো ছিল।
রাসেল মোল্লার চাচাত ভাই রিপন মোল্লা বলেন, ‘‘ধারণা করছি, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রাসেল মোল্লাকে হত্যার পর লাশ পানের বরজে ঝুলিয়ে রেখেছে। আমরা হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘‘রাসেল খুব সহজ সরল মানুষ ছিল। এলাকায় তার সঙ্গে কারো শত্রুতার কথা শোনা যায়নি।’’
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।’’
ঢাকা/কেয়া/রাজীব