সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগভর্তি ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫ হাজার টাকা যাত্রীকে ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত গড়েছেন বগুড়ার খায়রুল ইসলাম খোকন। গত ২৯ মার্চ নিজের অটোরিকশায় ওই ব্যাগ পান তিনি। শুক্রবার (৪ এপ্রিল) রাতে পুলিশের মাধ্যমে প্রকৃত মালিককে স্বর্ণ ও টাকাসহ ব্যাগ ফেরত দেন খায়রুল ইসলাম খোকন।

খায়রুল ইসলাম খোকনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায়। তিনি বগুড়ার শাহ সুলতান কলেজে ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষে পড়ার পাশাপাশি সিএনজি অটোরিকশা চালান। বাবার মৃত্যুর পর নিজের লেখাপড়ার খরচ চালানো এবং সংসারের হাল ধরতেই তিনিই অটোরিকশা চালান।

গত ২৯ মার্চ পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরের স্বর্ণ ব্যবসায়ী মো.

শাহিন ব্যবসার কাজে বগুড়ায় আসেন। তিনি ১৮ ভরি স্বর্ণ কেনেন। সেই স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা একটি কালো ব্যাগে নিয়ে খায়রুলের অটোরিকশায় ওঠেন। ব্যাগটি তিনি অটোরিকশার পেছনে রাখেন। বনানী এলাকায় পৌঁছার পর সেখানে ‘নবীনবরণ’ লেখা একটি বাস দেখে অটোরিকশা থামাতে বলে ভাড়া মিটিয়ে ওই বাসে উঠে পড়েন শাহিন। তাড়াহুড়ো করতে গিয়ে তিনি স্বর্ণভর্তি ব্যাগটি অটোরিকশাতে ফেলে যান। শাজাহানপুর উপজেলার মাঝিরা এলাকায় পৌঁছানোর পর তার মনে হয়, তিনি ভুল করে স্বর্ণ ও টাকাসহ ব্যাগটি সিএনজি অটোরিকশায় ফেলে গেছেন। এরপর তিনি বাস থেকে নেমে পড়েন এবং শাহজাহানপুর ও বগুড়া সদর থানার ওসির শরণাপন্ন হন।

পুলিশের পরামর্শে তিনি শাজাহানপুর থানায় একটি জিডি করেন। পাশাপাশি তিনি কয়েকদিন ধরে সাতমাথায় ওই অটোরিকশাচালককে খুঁজতে থাকেন। কিন্তু, তার দেখা না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। 

এদিকে, অটোরিকশার চালক খায়রুল ইসলাম খোকন ব্যাগের মালিকের সন্ধান করতে থাকেন। কিন্তু, তাকে কোথাও না পেয়ে তিনি ব্যাগটি নিয়ে নিজ বাড়ি শাজাহানপুর উপজেলার বেতগাড়ি হাজীপাড়ায় যান এবং তার মাকে বিষয়টি জানান। মা তাকে ব্যাগটি ফিরিয়ে দিতে বলেন। মায়ের কথামতো ব্যাগটি ফিরিয়ে দিতে আরো চেষ্টা করতে থাকেন খায়রুল। একপর্যায়ে ব্যাগের মালিককে না পেয়ে পরিচিত ট্রাফিক সার্জেন্ট আলমগীরের মাধ্যমে সদর থানার ওসি এস এম মইনুদ্দিনের কাছে যান এবং ব্যাগটি থানায় জমা দেন। এরপর পুলিশ জিডির সূত্র ধরে ব্যাগের প্রকৃত মালিক জুয়েলারি ব্যবসায়ী মো. শাহিনকে গতকাল ৪ মার্চ রাত ১১টার দিকে থানায় ডেকে স্বর্ণ ও টাকাসহ ব্যাগ বুঝিয়ে দেন। এ সময় ওই ব্যবসায়ী অটোরিকশাচালক খায়রুলকে ৫০ হাজার টাকা দিতে চান। কিন্তু, তিনি টাকা নিতে অনীহা প্রকাশ করেন।

ব্যাগ ফিরে পেয়ে শাহিন বলেন, খায়রুলের সততা আমাকে মুগ্ধ করেছে। ওর মতো মানুষ থাকলে সমাজে কোনো ভয় নেই।

খায়রুল ইসলাম খোকন বলেন, ব্যাগে থাকা সোনা ও টাকা মালিককে ফিরিয়ে দিতে পেরে দায়মুক্ত হয়েছি। সারা জীবন সৎ থাকতে হবে। সৎ থাকলে পরকালে ভালো হবে। 

সদর থানার (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, খায়রুলের মতো শিক্ষার্থীরা সমাজের জন্য আশার আলো। সে শুধু সৎ নয়, দায়িত্বশীল ও মানবিক।

ঢাকা/এনাম/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র উপজ ল র স বর ণ ও ব যবস

এছাড়াও পড়ুন:

৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ

২০২৫ সালটা বেশ ব্যস্তভাবে কাটাতে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মাসে জিম্বাবুয়ে থেকে শুরু করে আয়ারল্যান্ড পর্যন্ত সাতটি আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে টাইগাররা। প্রতি মাসেই মাঠে নামতে হবে ব্যাট-বলের লড়াইয়ে।

এপ্রিলেই সূচনা হচ্ছে বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট বছরের। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে যাত্রা। এরপর মে মাসে টাইগাররা সফর করবে পাকিস্তানে, যেখানে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাবে শ্রীলঙ্কা। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই মাঠে নামবে দুই দল।

জুলাইয়ে আবার পাকিস্তান আসবে বাংলাদেশে। তবে এবার শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরপর আগস্টে শক্তিশালী ভারত দল সফরে আসবে। তারা খেলবে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। অক্টোবরে টাইগারদের প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজেও থাকবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।  

সবশেষে নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে থাকছে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩টি টি-টোয়েন্টি। সব মিলিয়ে ব্যস্ত ও চ্যালেঞ্জিং একটি বছর অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

সম্পর্কিত নিবন্ধ

  • ২৫ লাখ টাকার স্বর্ণালংকার ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন খাইরুল
  • সুপার লিগের টিকিট পাওয়ার লড়াই
  • বোলার বল ছুড়তেই স্টেডিয়াম অন্ধকার, এরপর যা হল
  • জয়পুরহাটে বাজারের ৭ নৈশপ্রহরীকে বেঁধে ‘ডাকাতি’, মাল নিয়ে ট্রাকে করে পলায়ন
  • সাভারে দিনের বেলায় যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাই
  • নাটকের মঞ্চায়ন বাতিল ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে: পুলিশ
  •  সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে চিঠি দিয়ে ডাকাতির হুমকি
  • ‘ম্যাডাম ফুলি’ নির্মাতা শহিদুল ইসলাম খোকনকে হারানোর নয় বছর
  • ৯ মাসে সাত সিরিজ, ব্যস্ত সূচিতে বাংলাদেশ