নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় মনিরুজ্জামান নামে এক যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (৫ এপ্রিল) সকালে অভিযুক্ত স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন জামালপুরের বিল্লাল উদ্দিনের মেয়ে বিনা ওরফে ছোয়া ও তার পরকীয়া প্রেমিক তৌহিদ (৩০)। এরআগে এদিনই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। 

জানা গেছে, মনিরুজ্জামান ও অভিযুক্ত ছোয়া ২০১৪ সাল থেকে সাংসারিক জীবনে আবদ্ধ ছিলেন। ভুক্তভোগী স্বামী চাকরির সুবাদে বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রী বিভিন্ন ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন।

তৌহিদের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জানতে পেরে গত ২ ফেব্রুয়ারি স্ত্রীকে জিজ্ঞেস করেন মনিরুজ্জামান। সেদিন রাতে মনিরুজ্জামানকে চেতনানাশক খাইয়ে তার বিশেষ অঙ্গ কেটে স্ত্রী ছোয়া বাসায় থাকা অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয় যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সকালে অভিযোগ করার পর স্ত্রী এবং তার প্রেমিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ঘটনার দুই মাস পর অভিযোগ কেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী আমাদের জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাই আজ সকালে অভিযোগ করতে এসেছেন।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ পরক য় ন র য়ণগঞ জ মন র জ জ ম ন পরক য়

এছাড়াও পড়ুন:

নাহিদ যাচ্ছেন আজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে শনিবার (২৬ এপ্রিল) দুপুর একটায় রওনা হচ্ছেন বাংলাদেশের পেস তারকা নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে অংশ নেওয়ায় পিএসএলের শুরু থেকে থাকতে পারেননি নাহিদ। তাকে দ্বিতীয় টেস্টে রাখা হবে না। আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছেন নাহিদ। পিএসএলে তার দল পেশোয়ার জালমি। এবারের পিএসএলের ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে দল পেয়েছিলেন তিনজন নাহিদ, লিটন দাস ও রিশাদ হোসেন।

চোটের কারণে পাকিস্তান গিয়েও দেশে ফেরত আসতে হয়েছিল লিটনকে। করাচি কিংসে তার সুযোগ হয়েছিল। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।

এবার নাহিদের পালা। তার থেকে প্রত্যাশাটাও বড় পেশোয়ারের। নিলামে গোল্ড ক্যাটাগরি থেকে প্রথম ডাকে তাকে দলে ভিড়িয়েছিল পিএসএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।

দলটি এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের চারে তাদের অবস্থান। আগামীকাল লাহোরে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এরপর রয়েছে আরো চার ম্যাচ। বিশ্রাম না নিয়ে নাহিদ আগামীকাল মাঠে নামলে অন্তত পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাবেন। এরপর যদি প্লে অফে খেলার সুযোগ পায় তার দল তাহলে ম্যাচ সংখ্যা বাড়বে।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ