ফরিদপুর পৌরসভার মুন্সিবাজার এলাকার রড-সিমেন্টের ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে লক্ষ্য করে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১১টার দিকে গেরদা ইউনিয়নের কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাস গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের গয়নাথ বিশ্বাসের ছেলে।

লিটন বিশ্বাস বলেন, ‘গেরদা সাহেব বাড়ির পাশে আমার বড় ভাই রাতে দাওয়াত খেতে গিয়েছিল। রাত বেশি হওয়াতে কোনও গাড়ি পাচ্ছিল না। পরে আমাকে ফোন দিলে আমি মোটরসাইকেল নিয়ে ওই বাড়ি থেকে দাদাকে নিয়ে আমাদের বাড়ির দিকে আসছিলাম। পথেই তিন-চার ব্যক্তি দুটি মোটরসাইকেল থেকে আমাদের লক্ষ্য করে গুলি করে। পরে আমরা রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’

আহতদের বরাত দিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় রঞ্জিত বিশ্বাসের সঙ্গে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন।  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে। হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক প য় জখম ল টন ব শ ব স

এছাড়াও পড়ুন:

বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ 

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

নিহতের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গাড়িটি একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের সাত কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

ঢাকা বাইপাস এলাকার বাসিন্দা রফিক মিয়া জানান, মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে সিএনজি ও অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষেধ। তবুও প্রশাসনকে ম্যানেজ করে নিয়মিত এ গাড়িগুলো চলছে। এতে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা রোধে পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয় না।  

ওসি জানান, আহতদের চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অবরোধ প্রত্যাহারের জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০
  • সালিশে বাদী পক্ষের ওপর হামলা, সাবেক ইউপি সদস্যসহ আহত ৭
  • রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১৮
  • রাশিয়ার হামলায় ইউক্রেনে ৬ শিশুসহ নিহত ১৮
  • রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ ১৪ জন নিহত
  • বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ 
  • গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ২০
  • ট্যাংকলরি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • সিরাজগঞ্জে ট্যাংক লরি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২