পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সবুজের
Published: 5th, April 2025 GMT
ঢাকার মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে পলিথিনে মোড়ানো তিনটি কার্টন থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। মরদেহটি সাভারের হেমায়েতপুরের যাদুরচর গ্রামের বাসিন্দা ইউসুফের ছেলে সবুজ মোল্লার (২৭)।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘সবুজের বাবা মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।’’
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ঘর হতে বের হয়ে নিখোঁজ হন সবুজ। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
আরো পড়ুন:
ছুরিকাঘাতে যুবক খুন, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
কারাগারের ব্যারাক থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার তারা খবর পান, মুন্সীগঞ্জ ও কেরানীগঞ্জে এক ব্যক্তির খণ্ডিত লাশ পাওয়া গেছে। পরে সবুজের বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।
এর আগে, শুক্রবার সকাল ১০টার দিকে পলিথিনে মোড়ানো কিছু একটা কুকুরকে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। এসময় তারা এগিয়ে এলে কার্টনের ভেতর লাশের অস্তিত্ব খুঁজে পান। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৃথক জায়গা থেকে মাথাবিহীন খণ্ডিত লাশ ও ছিন্নমাথা উদ্ধার করে।
ঢাকা/শিপন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভিনির পেনাল্টি পিস, রিয়ালকে হারিয়ে দিল ভ্যালেন্সিয়া
লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় শেষে যখন ড্রয়ের আভাস মিলছিল, তখনই নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।
এর আগে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি মিস করার হতাশায় পুড়েন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো। তার ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই হারে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে তারা এখন আরও চাপে। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসের দারুণ জ্বালানি পেল ভ্যালেন্সিয়া।