১. বল হাতে বোলার দৌড়ে গেলেন বোলিং ক্রিজে, ব্যাটসম্যানের জন্য বল করবেন—ঠিক এমন সময়ে বিদ্যুৎ বিভ্রাট। চারপাশে অন্ধকার।
২. ঠিক আগের ম্যাচেই কনকাশন বদলি দেখা গেছে। যে কারণে ব্যাটিং করেছেন ১২ জন। একই দলকে কনকাশন বদলি করতে হলো পরের ম্যাচেও।

ধারাভাষ্যকারই বললেন, ক্রিকেট মাঠে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা অনেকবার দেখলেও কখনো বোলারের হাত থেকে বল বেরিয়ে যাওয়ার মুহূর্ত তা ঘটতে দেখেননি। আর কোনো দল টানা দুই ম্যাচে কনকাশনের কারণে ১২ জনকে ব্যাটিংয়ে পাঠিয়েছে—নেই এমন দৃষ্টান্তও।

নজিরবিহীন দুটি ঘটনাই ঘটেছে আজ মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড–পাকিস্তান সিরিজের তৃতীয় ওয়ানডেতে।

তবে বিদ্যুৎ বিভ্রাটের সময় আর টানা ১২ জনের ব্যাটিংয়ের ঘটনা নতুন হলেও ম্যাচের ফল পাল্টায়নি। সিরিজের প্রথম দুই ওয়ানডের মতো এটিতেও হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের তোলা ৮ উইকেটে ২৬৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ২২১ রানে।

বিস্তারিত আসছে .

..।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ১২ জন

এছাড়াও পড়ুন:

ত্বকের যত্নে ফেসিয়াল

সুন্দর ত্বক কে না চায়? এ জন্য় প্রয়োজন যত্নের। অনেকের প্রশ্ন, ত্বকের যত্ন নিতে ফেসিয়াল আদৌ জরুরি কিনা?

রূপ বিশেষজ্ঞদের মতে, ত্বক ভালো রাখতে কয়েকদিন পরপর ত্বক ভাল ভাবে পরিষ্কার করা জরুরি। এর পাশাপাশি ত্বকের পুষ্টিও খুবই গুরুত্বপূর্ণ। ফেসিয়াল এই দুটি চাহিদাই খুব ভালভাবে পূরণ করে। এই কারণেই বিশেষজ্ঞরা ফেসিয়াল করার পরামর্শ দেন। সাধারণত নারীরা মাসে একবার বা দুই মাসে একবার ফেসিয়াল করান। তবে মাসে দুইবার অর্থাৎ প্রতি ১৫ দিনে একবার ফেসিয়াল করা হয় তাহলে তা ত্বকের জন্য় উপকারী হবে।

১৫ দিনে ফেসিয়াল করাবেন কেন?
এতে ত্বক পরিষ্কার থাকে। এটি ত্বকের ছিদ্র পরিষ্কার করার পাশাপাশি মরা চামড়া দূর করে। এছাড়াও ব্ল্যাকহেডস থেকে হোয়াইটহেডস দূর করে। ত্বকের ক্ষতি করে এমন এই জিনিসগুলো মাসে দুইবার অপসারণ করলে ত্বক আরও সুস্থ থাকে। ত্বকের উজ্জ্বলতাও

রূপ বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার ত্বক শুষ্ক হয় তবে মাসে দু’বার ফেসিয়াল করালেই ত্বক হাইড্রেশন পাবে। তাদের ভাষায়, ত্বক শুষ্ক হলে ত্বকের ছিদ্র দ্রুত আটকে যায় বা হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস দেখা দেয়। এ কারণে ১৫ দিন পর একবার ফেসিয়ালের মাধ্য়মে ত্বক পরিষ্কার করলে এ ধরনের সমস্যা মিটবে। তবে যাদের ত্বক সংবেদনশীল তাদের ফেসিয়াল করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ফেসিয়াল যেভাবে ত্বকের যত্নে কাজ করে

ফেসিয়ালেএমন এক ধরনের স্কিন কেয়ার ট্রিটমেন্ট যা এক্সফোলিয়েশনের মাধ্যমে মরা চামড়া দূর করে। ত্বককে আর্দ্র রাখে। শুধু তাই নয় ফেসিয়ালের ফলে রক্ত সঞ্চালন ভাল হয়। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

ঘরোয়া উপায়ে ফেসিয়াল 

ঘন ঘন পার্লারে যেতে না পারলে বাড়িতে বসেই ফেসিয়াল করতে পারেন। যেভাবে ফেসিয়াল করবেন-

১.একটি মৃদু ফেসওয়াশ দিয়ে আপনার মুখ পরিষ্কার করুন। 

২. ঘরে তৈরি বা বাজার থেকে কেনা স্ক্রাব দিয়ে কমপক্ষে ৫ মিনিটের জন্য স্ক্রাব করুন। 

৩. মুখে ভাপ নিন

৪.৫- ১০ মিনিটের জন্য ময়েশ্চারাইজার দিয়ে আপনার মুখ ম্যাসাজ করুন। 

৫. মুখ পরিষ্কার করার পর ঘরে তৈরি বা বাজার থেকে আনা ফেসপ্যাক লাগান।  ১৫ মিনিটের জন্য রাখুন। 

৬. হালকা গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করুন এবং তারপর ক্রিম লাগান। 

৭. এরপর চাইলে বাদাম তেল বা ত্বকের উপযোগী কোনো এসেনশিয়াল অয়েলও লাগাতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। 

সম্পর্কিত নিবন্ধ