কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসবে অংশ নিয়েছেন লাখো সনাতন ধর্মাবলম্বী। 

শ‌নিবার (৫ এপ্রিল) উপজেলার রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি।

প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে হাজার হাজার পুণ্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে।

উপ‌জেলার জোড়গাছ গুড়াতিপাড়া টোলর মোড় বাঁধের মোড় জোড়গাছ পুরাতন বাজার, জোড়গাছ নতুন বাজারসহ চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসবের ব্যবস্থা করা হয়েছে । সড়ক পথে বাস মাইক্রোবাস প্রাইভেট কার অটোতে,  নদী পথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পূণ্যার্থীরা সমবেত হন ব্রহ্মপুত্রের পাড়ে।

স্নান করতে আসা সুজন সুবল চন্দ্র বলেন, “গত বছরেও আসছিলাম এবারেও অষ্টমির স্নান করতে এসেছি। এবার শান্তিপূর্ণভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার লোকজন অনেক বেশি।”

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, “অষ্টমীর স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেই স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।”

এ ছাড়া বিশুদ্ধ পানির জন্য নলকুপ স্থাপন, কাপড় বদলানোর জন্য শতাধিক তাবু টাঙানো হয়েছে ব‌লেও জানান তি‌নি।

ঢাকা/বাদশাহ্/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ন ন কর

এছাড়াও পড়ুন:

ভিনির পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে দিল ভ্যালেন্সিয়া

লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় শেষে যখন ড্রয়ের আভাস মিলছিল, তখনই নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।

এর আগে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি মিস করার হতাশায় পুড়েন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো। তার ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই হারে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে তারা এখন আরও চাপে। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসের দারুণ জ্বালানি পেল ভ্যালেন্সিয়া।

সম্পর্কিত নিবন্ধ