রোনালদোর জোড়া গোলে আল হিলালের বিপক্ষে জয়
Published: 5th, April 2025 GMT
রইল বাকি ৬৯! এটা একটা গোলের মাইলফলকের কাউন্টডাউন। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ‘ক্যারিয়ার ১০০০’ গোল পূর্ণ হতে আর মাত্র এই কটা গোল বাকি! শুক্রবার (৪ মার্চ) রাতে সৌদি প্রো লিগে, আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন সিআর৭। এই দুই গোলেরে ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ীর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়াল ‘৯৩১’।
রোনালদো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই, আল হিলালের বিপক্ষে জয়হীন ছিল আল নাসর। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকেই নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি রোনালদো-সাদিও মানেরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে আল নাসরের বিপক্ষে অপরাজিত ছিল আল হিলাল। অবশেষে গতরাতে সেই গেরো খুলল স্তেফানো পিওলির দল।
আল হিলালেরে মাঠ কিংডম অ্যারেনায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মার্সেলো ব্রজোভিচের অ্যাসিস্ট থেকে অতিথিদের এগিয়ে দেন আলী আলআহসান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মাথায় মানের অ্যাসিস্ট থেকে অসাধারণ এক গোল করেন রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে অবশ্য আল হিলালের আলী আলবুলায়হি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর আশাতে পানি ঢেলে দেন রোনালদো।
আরো পড়ুন:
ক্রিস্টিয়ানো রোনালদোর ঈদের শুভেচ্ছা
রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে পর্তুগাল
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আল হ ল ল র
এছাড়াও পড়ুন:
ভিনির পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে দিল ভ্যালেন্সিয়া
লা লিগায় শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় শেষে যখন ড্রয়ের আভাস মিলছিল, তখনই নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।
এর আগে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি মিস করার হতাশায় পুড়েন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো। তার ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই হারে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে তারা এখন আরও চাপে। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসের দারুণ জ্বালানি পেল ভ্যালেন্সিয়া।