৩ কোটি টাকায় ১ রান, ফেরারির দামে অটোরিকশার পারফরম্যান্স
Published: 5th, April 2025 GMT
আউট হয়েছেন ঋষভ পন্ত, সবাই তাকিয়ে সঞ্জীব গোয়েঙ্কার দিকে।
আগের ম্যাচে পন্ত ২ রান করে আউট হওয়ার পর গোয়েঙ্কা মুখ গোমড়া করে ফেলেছিলেন। সেটি ছিল এবারের আসরে পন্তের টানা তৃতীয় ব্যর্থতা। এ নিয়ে আলোচনা কম হয়নি। এবারের আইপিএলের আগে নিলাম থেকে রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে পন্তকে কিনেছেন গোয়েঙ্কা। দাম আরও বেশি উঠলেও পন্তকেই নিতেন, এমনও বলেছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক। সেই পন্ত মাঠে নামার পর প্রথম তিন ম্যাচে আউট হয়েছেন ০, ১৫ ও ২ রানে।
পন্তের মতো ব্যাটসম্যান আর হতাশ করবেন না বলে যাঁরা আশাবাদী ছিলেন, চতুর্থ ম্যাচে তাঁদের লজ্জাতেই ফেলেছেন পন্ত। গতকাল লক্ষ্ণৌতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বাঁহাতি এ ব্যাটসম্যান ৬ বল খেলে হার্দিক পান্ডিয়ার নিরীহ এক বলে ক্যাচ তুলেছেন।
আরও একবার ২ রান করে যখন মাঠ ছাড়ছিলেন, ক্যামেরা খুঁজে নিল গোয়েঙ্কাকে। লক্ষ্ণৌ মালিক নিজেও হয়তো জানতেন সবাই তাঁর দিকে তাকিয়ে। প্রথমে নির্লিপ্ত থাকার চেষ্টা করলেন। পরে হেসেই দিলেন। আর কত মুখ গোমড়া করে থাকবেন!
ম্যাচটা শেষ পর্যন্ত লক্ষ্ণৌ জিতলেও (১২ রানে) পন্তের টানা চতুর্থ ব্যর্থতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দাম নিয়ে আবারও হাসিঠাট্টা শুরু হয়েছে। ক্রিকেটবিষয়ক কিছু সাইট বসে গেছে পন্তের রানকে দামের পাল্লায় মাপামাপিতে। যেমন ওয়ানক্রিকেট একটা হিসাব কষে বের করেছে, পন্তের প্রতিটি রানের দামে ৪৭টি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনা যাবে।
দিল্লি ক্যাপিটালস ছেড়ে নিলামে ওঠা পন্ত গত বছরের মেগা নিলামে পেয়েছেন ২৭ কোটি রুপি দাম, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি টাকার বেশি। এর বাইরে ম্যাচ ফিও পাবেন তিনি। তবে নিলামে যে দাম উঠেছে, সে অনুসারে ৪ ম্যাচে তাঁর পাওনা ৭ কোটি ৭১ লাখ বা প্রায় ১১ কোটি রুপি। এই চার ম্যাচে পন্তের ব্যাট থেকে এসেছে মোট ১৯ রান। অর্থ্যাৎ পন্তের কাছ থেকে প্রতি ৩ কোটি ৩৫ লাখ টাকায় ১ রান করে পেয়েছে লক্ষ্ণৌ।
ওয়ানক্রিকেট মজার ছলে লিখেছে, পন্তের কাছ থেকে ফেরারি গাড়ির দামে অটোরিকশার পারফরম্যান্স পাচ্ছে লক্ষ্ণৌ। অর্থনীতির ভাষায় দলটি এরই মধ্যে ৪ ম্যাচে ৬.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হামজার আগমনে র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মাঠে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। আর সেটা সম্ভব হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। হন ম্যাচসেরাও।
হামজার প্রভাবে ফিফা র্যাংকিংয়ে ১২৬তম অবস্থানে থাকা ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে দুইধাপ উন্নতি করে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা গেল ১৪ মাসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে ফিফা র্যাংকিংয়েও অবনতি হয়েছে ভারতের। তারা একধাপ পিছিয়ে অবস্থান নিয়েছে ১২৭তম স্থানে।
ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ ৫.৩৫ পয়েন্ট পেয়েছে। তাতে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ভারত ১.৫৯ পয়েন্ট হারিয়েছে। তাদের বর্তমান মোট পয়েন্ট ১১৩২.০৩।
আরো পড়ুন:
মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
ট্যাক্স ফাঁকির মামলায় আদালতে রিয়াল কোচ আনচেলোত্তি
এশিয়া অঞ্চলে যথারীতি শীর্ষে আছে জাপান। তারা ফিফা র্যাংকিংয়ে রয়েছে ১৫তম স্থানে। এরপর রয়েছে ইরান। তারা আছে ১৮তম অবস্থানে। দক্ষিণ কোরিয়া ২৩ ও অস্ট্রেলিয়া আছে ২৬তম স্থানে।
এদিকে ফিফা র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পাওয়ায় তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৮১। মোট ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল স্কালোনির দল। ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে স্পেন আছে দ্বিতীয় স্থানে। আর ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।
ঢাকা/আমিনুল