ঈদুল আজহা আগামী ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হতে পারে বলে জ্যোতির্বিদ্যা–সংক্রান্ত একটি পূর্বাভাসে জানানো হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি চলতি সপ্তাহে এই পূর্বাভাস দিয়েছে।

আগামী ২৭ মে ইসলামিক চান্দ্রবর্ষের শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ওই মাসের প্রথম দিন হবে ২৮ মে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ২৭ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ উঠতে পারে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। সে হিসাবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ পূর্বাভাস বহাল থাকলে ৫ জুন বৃহস্পতিবার হবে আরাফাহর দিন। আর ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি ছুটির পঞ্জিকা অনুসারে, আরাফাহর দিন এবং ঈদুল আজহার ছুটি ৯ থেকে ১২ জিলহজ পর্যন্ত স্থায়ী হবে, অর্থাৎ সরকারি ছুটি হবে চার দিন।

যদি ঈদুল আজহা সত্যিই শুক্রবার হয়, তবে ইউএইর বাসিন্দারা বাড়তি ছুটি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হবে। আর শনিবার ও রোববার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ওই সময় দেশজুড়ে চার দিনের সরকারি ছুটি থাকবে।

তবে ইসলামিক বর্ষপঞ্জির অন্যান্য ছুটির মতো ঈদুল আজহার সঠিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এক দিন আগে-পরে ঈদ হতে পারে।

২৭ মে চাঁদ না দেখা গেলে জিলহজ মাস শুরু হবে ২৯ মে। ফলে ঈদুল আজহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রেও সরকারি ছুটি চার দিনই থাকবে— শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, তবে সপ্তাহান্তের সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হবে না। চূড়ান্ত ছুটির সময়সূচি নির্ভর করছে ইউএই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর। ঈদের দিন ঘনিয়ে এলে এ ঘোষণা দেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ক রব র সরক র

এছাড়াও পড়ুন:

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা কবে হতে পারে

ঈদুল আজহা আগামী ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হতে পারে বলে জ্যোতির্বিদ্যা–সংক্রান্ত একটি পূর্বাভাসে জানানো হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি চলতি সপ্তাহে এই পূর্বাভাস দিয়েছে।

আগামী ২৭ মে ইসলামিক চান্দ্রবর্ষের শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে ওই মাসের প্রথম দিন হবে ২৮ মে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ২৭ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিটে আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ উঠতে পারে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। সে হিসাবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ পূর্বাভাস বহাল থাকলে ৫ জুন বৃহস্পতিবার হবে আরাফাহর দিন। আর ৬ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহা।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরকারি ছুটির পঞ্জিকা অনুসারে, আরাফাহর দিন এবং ঈদুল আজহার ছুটি ৯ থেকে ১২ জিলহজ পর্যন্ত স্থায়ী হবে, অর্থাৎ সরকারি ছুটি হবে চার দিন।

যদি ঈদুল আজহা সত্যিই শুক্রবার হয়, তবে ইউএইর বাসিন্দারা বাড়তি ছুটি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হবে। আর শনিবার ও রোববার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ওই সময় দেশজুড়ে চার দিনের সরকারি ছুটি থাকবে।

তবে ইসলামিক বর্ষপঞ্জির অন্যান্য ছুটির মতো ঈদুল আজহার সঠিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এক দিন আগে-পরে ঈদ হতে পারে।

২৭ মে চাঁদ না দেখা গেলে জিলহজ মাস শুরু হবে ২৯ মে। ফলে ঈদুল আজহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবার অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রেও সরকারি ছুটি চার দিনই থাকবে— শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত, তবে সপ্তাহান্তের সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ হবে না। চূড়ান্ত ছুটির সময়সূচি নির্ভর করছে ইউএই কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর। ঈদের দিন ঘনিয়ে এলে এ ঘোষণা দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ