নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ডাকু মোল্যা (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ডাকু মোল্যা উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকু মোল্যা প্রতিদিনের মতো বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মেহেরপুরে আলগামন উল্টে মৎস্যচাষি নিহত

মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ঢাকা/শরিফুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ভ্যানকে ধাক্কা দিল ট্রাক, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে মুরগীবাহী ট্রাক ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ভ্যানটিতে থাকা এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনাটি ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আব্দুর রউফ এতথ্য জানান।

নিহতরা হলেন- জেলার উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শিশু মেরাজুল ইসলাম ও সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস। আহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

লাঙ্গলবন্দে স্নানোৎসব থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ১০

খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, সেনা সদস্যের মৃত্যু

ওসি আব্দুর রউফ বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মুরগীবাহী ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালত ভ্যানটি ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাকটি ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ