ঈদ শেষে এখনো স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি ঢাকার নাগরিক জীবন। তবে গুলিস্তান তার চেনা ব্যস্ততা ফিরে পেতে শুরু করেছে। এই ব্যস্ততার মধ্যেও মওলানা ভাসানী স্টেডিয়ামের প্রধান ফটকের পাশ দিয়ে হেঁটে গেলে স্টিক-বলের ঠুক–ঠাক শব্দ কান পর্যন্ত পৌঁছাবেই।

ঈদের ছুটি শেষে বুধবার আবার শুরু হয়েছে জাতীয় হকি দলের অনুশীলন। ১৪ এপ্রিল রাতে জাকার্তা রওনা হওয়ার আগ পর্যন্ত চলবে তা। আগামী ১৭ এপ্রিল জাকার্তায় শুরু হতে যাওয়া এশিয়ান হকি ফেডারেশন কাপের জন্য সকাল-বিকেল জাতীয় দলের অনুশীলন চলছে। টুর্নামেন্টটিতে এর আগে চারবার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফলে শিরোপা ধরে রাখার একটা বাড়তি চাপ রয়েছে। কাল অনুশীলন দেখেও সেটাই মনে হলো।

বিকেলের অনুশীলন পর্বের শুরুতেই পেনাল্টি কর্নার নিয়ে কাজ হয়েছে। মাঠের এক প্রান্তে পেনাল্টি বক্সের মধ্যে বিশাল এক বেলুন। সেই বেলুনে যাতে কোনো ছোঁয়া না লাগে, এমনভাবে তার পাশ ঘেঁষে ড্র্যাগ ফ্লিক নিচ্ছিলেন আশরাফুল ইসলামরা। শেষ দিকে হয়েছে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ।

গত ২০ ফেব্রুয়ারি ৬৩ জনের কুপার টেস্ট দিয়ে শুরু হয় দল নির্বাচনী প্রক্রিয়া। কিন্তু তাতে ডাকা হয়নি দেশের হকির পোস্টার বয় রাসেল মাহমুদ জিমিকে। ৩২ বছর বয়স হলে জাতীয় হকি দলের জন্য কেউ বিবেচিত হবেন না, হকি ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটি অদ্ভুত এই সিদ্ধান্ত কম বিতর্ক ছড়ায়নি। ৩৮ বছর বয়সী সাবেক অধিনায়কও বাদ পড়েছেন বয়সের অজুহাতেই।

তাতে জিমির ২২ বছরের আন্তর্জাতিক হকি ক্যারিয়ারে নীরবেই হয়তো দাঁড়ি পড়ে গেল। কে জানে সাবেক অধিনায়ক সারওয়ার হোসেন আর মিলন হোসেনের ক্যারিয়ারও শেষ কি না! সারওয়ার জাতীয় দলে আসেন ২০১২ সালে ও মিলন ২০১৪ সালে।

হকি খেলোয়াড়দের অনুশীলন চলছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে নারী বিক্রয়কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩

বাগেরহাটে একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রয়কর্মী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওই নারী বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের সজীব দাশ (১৯), লিখন দাস (২০) ও শেখ নজরুল ইসলাম (৪০)। ২১ বছর বয়সী ওই নারীর বাড়ি বাগেরহাট পৌর শহরের একটি এলাকায়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী একটি মুঠোফোন অপারেটরের সিম বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তি সিম কেনার কথা বলে ওই নারীকে সিঅ্যান্ডবি বাজারে আসতে বলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি সিঅ্যান্ডবি বাজারে আসেন। তবে বাজারে সিম কেনার জন্য কেউ না আসায় তিনি রাত ৮টার দিকে বাড়ির উদ্দেশে রওনা করেন। এ সময় সিঅ্যান্ডবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক ছেলে তাঁর মুখ চেপে সেতুর নিচে নিয়ে যান। ভয়ভীতি দেখিয়ে তিনজন মিলে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে অভিযোগ পেয়ে ওই নারীর তথ্যমতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ওই নারীর শনাক্ত করা তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সঙ্গে অন্য আরও কেউ জড়িত আছেন কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

  • বাগেরহাটে নারী বিক্রয়কর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৩
  • সিম কেনার কথা বলে ডেকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ
  • নারী সংবাদকর্মীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার তিনজন কারাগারে