মাদক সেবনের টাকা না পেয়ে মাকে কুপিয়েছে ছেলে
Published: 5th, April 2025 GMT
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় তানভীর চৌধুরী (৩৫) নামে এক ছেলে মাদক সেবনের টাকার জন্য মাকে কুপিয়ে আহত করেছে।
শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে তাকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আহত মা রাহেনা বেগম (৬০) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আটক তানভীর নবীগঞ্জ উপজেলার শান্তিপাড়া গ্রামের জুনেদ চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, মাদকসেবী ছেলে শুক্রবার রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখেন তার মা রাহেনা বেগম ভাত খাচ্ছেন। এ সময় মাদক সেবনের জন্য টাকা চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তানভীর ক্ষিপ্ত হয়ে তার মাকে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।
এদিকে এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ রাত ১০টার দিকে গ্রাম থেকে তানভীরকে আটক করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/মামুন/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আ.লীগের সঙ্গে যারা আঁতাত করছেন, তাদের ছাড় নয়: টুকু
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছেন, তাদের ছাড় দেওয়া হবে না।”
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বিগত ১৬ বছর অনেক নির্যাতন, খুন ও গুম করেছে তারা। আজ তারাই (আওয়ামী লীগ নেতারা) দেশ থেকে পালিয়েছেন। এটাই আল্লাহুর বিচার। তাই যতই চেষ্টা করুক, আগামী ৪০ বছরেও আ.লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই।”
আরো পড়ুন:
ইশরাকের মেয়র পদের মেয়াদ নিয়ে যা জানা গেল
অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
তিনি আরো বলেন, “দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মন খুলে কথা বলতে পারেনি। আমি বিশ্বাস করতে চাই, কাজিপুরের মানুষের মনে মূল্যবোধের জন্ম হয়েছে। তাই আগামীতে যার হাতে ধানের শীষ দেখবেন তাকেই ভোট দেবেন।”
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “গত ১৬ বছর বিএনপি কথা বলতে পারেনি। এই দেশে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।”
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান বক্তব্য রাখেন।
ঢাকা/অদিত্য/মাসুদ