পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার ভোরে পাপুয়া নিউগিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এবিসি নিউজের।

ইউএসজিএসের তথ্য অনুসারে, স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

ইউএসজিএস জানিয়েছে, প্রায় ৩০ মিনিট পরে একই স্থানে ৫ দশমিক ৩ মাত্রার একটি ছোট ভূমিকম্পসহ বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

আরো পড়ুন:

মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার ও মেডিকেল সেবা অব্যাহত

মিয়ানমারে ভূমিকম্পে এক লাখ মানুষ মারা যেতে পারে

ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির জন্য প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা বাতিল করে। 

ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওই এলাকার বাসিন্দাদের যেকোনো আফটারশকের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার অনুরোধ সিমন্সের

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ফিল সিমন্সকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি হলেও পরে সেটি বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নবায়ন করা হয়েছে। নতুন মেয়াদে সিমন্সের প্রথম চ্যালেঞ্জ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই বাজেভাবে হেরে সমালোচনার মুখে পড়ে টাইগাররা।

জিম্বাবুয়ে সিরিজের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, বাংলাদেশ দল নতুন মানসিকতা নিয়ে খেলবে। কিন্তু মাঠের খেলায় পুরনো চিত্রই দেখা গেছে। হারের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলেও সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ফিল সিমন্স।

আগামীকাল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষকে বলব, একটু ধৈর্য ধরুন। আমি জানি, এখানকার মানুষ ক্রিকেট নিয়ে কতটা আবেগী। কিন্তু আমরা সঠিক কাজগুলো করার চেষ্টা করছি, যাতে দল উন্নতি করতে পারে।’

পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলেও মনে করিয়ে দেন ক্যারিবীয় কোচ, ‘আমরা ইতিবাচক টেস্ট ক্রিকেট খেলতে চাই। শুধু উইকেটে পড়ে থেকে ২০০ রান করার চিন্তা আমাদের নেই। পরিবর্তন আনতে সময় লাগবে, এজন্য ধৈর্য ধরতে হবে।’

চট্টগ্রাম টেস্টের আগে সিমন্সের বার্তা, ‘কিছু বাজে শট ছিল, কিছু সফট ডিসমিসাল হয়েছে। সামনে এগোনোর পথে এসব জায়গায় উন্নতি করতে হবে। এক–দুই–তিন টেস্ট ম্যাচে এটা হবে না।’

সম্পর্কিত নিবন্ধ