কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
Published: 5th, April 2025 GMT
রাজধানীর পল্লবীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. তোফাজ্জল (১৬), অপরজন রিয়াদ হোসেন (১৮)। মোটরসাইকেলটি চালাচ্ছিল তোফাজ্জল।
এই তথ্যের সততা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো.
হাসপাতাল সূত্র জানায়, ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
পুলিশ বলেছে, এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। আর প্রাইভেট কারের চালককে আটক করা হয়েছে।
নিহত রিয়াদের মামাতো ভাই রাসেল মিয়া বলেন, চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে রিয়াদ ঢাকায় তাঁর বন্ধু তোফাজ্জলের বাসায় বেড়াতে এসেছিলেন। গতকাল রাতে তাঁরা দুর্ঘটনার খবর পান।
তোফাজ্জলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সে ঢাকার মাটিকাটা এলাকায় থাকত।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ ই বন ধ
এছাড়াও পড়ুন:
সিলেটে পুলিশ পরিচয়ে পাথরবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগ, কনস্টেবল আটক
ছবি: ভিডিও থেকে নেওয়া