জিম্বাবুয়ে সিরিজে লিটনের জায়গায় অংকন
Published: 5th, April 2025 GMT
জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। সিলেটে টেস্ট দলের ক্যাম্পের প্রস্তুতির দিন-তারিখও ঠিক হবে আজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণার অপেক্ষায় আছেন নির্বাচকরাও। গাজী আশরাফ হোসেন লিপুরা গতকাল স্কোয়াড চূড়ান্ত করেছেন। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া।
হোম সিরিজের দলে খুব একটা পরিবর্তন করা হবে না বলে জানায় নির্বাচক প্যানেল। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বেছে নেওয়া হতে পারে সেরা ১৫ জনকে। লিটন কুমার দাসকে পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়ায় মাহিদুল ইসলাম অংকনকে রাখা হতে পারে বিকল্প কিপার ব্যাটার হিসেবে। নাহিদ রানাকে প্রথম টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দেওয়ায় পেস বোলিং বিভাগে নেওয়া হতে পারে খালেদ আহমেদকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে না পারা সাহাদাত হোসেন দিপুর সুযোগ নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম দলে ফেরায় মিডলঅর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।
যদিও এবার জাতীয় লিগে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি জোরালো করেছেন সিলেট বিভাগের হয়ে খেলা নারায়ণগঞ্জের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ২৩ বছর বয়সী এ ব্যাটার লিগের ৭৮৫ রান করে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেন। টেস্ট দলে মূলত ওপেনিং জুটি নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। সাদমান ইসলামের সঙ্গে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে রাখা হতে পারে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, রান উৎসবের ম্যাচে হেরে গেল লাহোর
পিএসএলে নিজের প্রথম দুই ম্যাচে তিনটি–তিনটি করে ৬ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তাঁর দারুণ বোলিং লাহোর কালান্দার্সকে জেতাতে বড় ভূমিকা রেখেছিল। আজও ২ উইকেট পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার। তবে ছিলেন বেশ খরুচে; ৪ ওভারে দিয়েছেন ৪৫ রান।
অবশ্য শুধু রিশাদ কেন, রান উৎসবের ম্যাচে বেশিরভাগ বোলারই আজ কঠিন সময় পার করেছেন। তবে ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে মুলতান সুলতানস। রিশাদের লাহোরকে তারা হারিয়েছে ৩৩ রানে।
এবারের পিএসএলে নিজেদের মাঠ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এটিই মুলতানের প্রথম ম্যাচ। নিজেদের প্রথম তিন ম্যাচ হারা দলটি এ রাতেই পেল প্রথম জয়।
ওপেনার ইয়াসির খানের বিধ্বংসী ব্যাটিংয়ে (৬টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৮৭) ২২৮ রানের পাহাড় গড়েছিল মুলতান। জবাবে লাহোর ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানে থামে। ৩৭ রানে ৩ উইকেট নিয়ে লাহোরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন উবাইদ শাহ। মুলতানের পেসার উবাইদের আরেক পরিচয় পাকিস্তান জাতীয় দলের ফাস্ট বোলার নাসিম শাহর ছোট ভাই।
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলে ফেলেছিল মুলতান, যা এবারের পিএসএলে পাওয়ারপ্লেতে দলীয় সর্বোচ্চ। সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ, দেন ১০ ওভার। ১২তম ওভারে আবার বোলিংয়ে ফিরে দেন ১২ রান।
তবে নিজের শেষ দুই ওভারে ২ উইকেট নেন রিশাদ। এই দুই ওভারে আরও ২৩ রান দিলেও আউট করেন উসমান খান আর অ্যাস্টন টার্নারকে। এরপরও মুলতানের রানের লাগাম টানা সম্ভব হয়নি। হারিস রউফ ও শাহিন আফ্রিদি আজ দেদারসে রান বিলিয়েছেন। শেষ দিকে ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে ২২৮ রান করে ফেলে স্বাগতিকেরা।
কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ফখর জামানের উইকেট হারায় লাহোর কালান্দার্স। দলীয় ৮৭ রানের মধ্যে হারায় প্রথম চার ব্যাটসম্যানকে।
এরপরেই ব্যাটিংয়ে নামেন রিশাদ। আগের দুই ম্যাচে আটে ও সাতে নামা এই অলরাউন্ডার আজ আরও এক ধাপ ওপরে উঠে এসে ব্যাট করলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। ২ বলে ২ রান করে লেগ স্পিনার উসামা মিরের বলে বোল্ড হয়ে ফিরেছেন।
তবু লাহোরের জয়ের কিঞ্চিৎ আশা বাঁচিয়ে রেখেছিলেন স্যাম বিলিংস ও সিকান্দার রাজা। কিন্তু কাজের কাজ হয়নি। দুজনের ঝোড়ো ব্যাটিং শুধু লাহোরের হারের ব্যবধানই কমিয়েছে। রিশাদদের পরের ম্যাচ বৃহস্পতিবার বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোরমুলতান সুলতানস: ২০ ওভারে ২২৮/৫ (ইয়াসির ৮৭, ইফতিখার ৪০*, উসমান ৩৯, রিজওয়ান ৩২; রিশাদ ২/৪৫, রাজা ১/১৫, আসিফ ১/২৬, আফ্রিদি ১/৪৩)।
লাহোর কালান্দার্স: ২০ ওভারে ১৯৫/৯ (রাজা ৫০*, বিলিংস ৪৩, ফখর ৩২; উবাইদ ৩/৩৭, ব্রেসওয়েল ২/২০, উসামা ২/২৬)।
ফল: মুলতান সুলতানস ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির খান।