জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। সিলেটে টেস্ট দলের ক্যাম্পের প্রস্তুতির দিন-তারিখও ঠিক হবে আজ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণার অপেক্ষায় আছেন নির্বাচকরাও। গাজী আশরাফ হোসেন লিপুরা গতকাল স্কোয়াড চূড়ান্ত করেছেন। বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া। 

হোম সিরিজের দলে খুব একটা পরিবর্তন করা হবে না বলে জানায় নির্বাচক প্যানেল। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বেছে নেওয়া হতে পারে সেরা ১৫ জনকে। লিটন কুমার দাসকে পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়ায় মাহিদুল ইসলাম অংকনকে রাখা হতে পারে বিকল্প কিপার ব্যাটার হিসেবে। নাহিদ রানাকে প্রথম টেস্টের পর পিএসএল খেলার অনুমতি দেওয়ায় পেস বোলিং বিভাগে নেওয়া হতে পারে খালেদ আহমেদকে। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে না পারা সাহাদাত হোসেন দিপুর সুযোগ নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকুর রহিম দলে ফেরায় মিডলঅর্ডারে নতুন কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। 

যদিও এবার জাতীয় লিগে অসাধারণ পারফরম্যান্স করে জাতীয় দলে ডাক পাওয়ার দাবি জোরালো করেছেন সিলেট বিভাগের হয়ে খেলা নারায়ণগঞ্জের উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ২৩ বছর বয়সী এ ব্যাটার লিগের ৭৮৫ রান করে টেবিলের শীর্ষে থেকে লিগ শেষ করেন। টেস্ট দলে মূলত ওপেনিং জুটি নিয়ে সংগ্রাম করতে হচ্ছে। সাদমান ইসলামের সঙ্গে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে রাখা হতে পারে। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।

পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।

উচ্ছ্বসিত রানা পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।

আরো পড়ুন:

কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি মোহসিন নকভি

“আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।

রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • পিএসএলের কারণে বদলে যাচ্ছে লাহোরে স্কুলের সময়
  • পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা