মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
Published: 5th, April 2025 GMT
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের থানা সড়কের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গাংনী থানার পুলিশ। এম এ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ৫ আগস্টের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন।
গাংনী থানার পুলিশ জানায়, অন্তর্বর্তী সরকারবিরোধী প্রচার, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতা-কর্মীদের জড়ো করে মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের পরিকল্পনা করছিলেন এম এ খালেক। এ অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলার প্রধান আসামি ছিলেন এম এ খালেক। ওই মামলায় গত ২৪ অক্টোবর র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি এলাকায় ছিলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, এম এ খালেক ও তাঁর নেতা–কর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচার ও গুজব ছড়িয়ে এলাকায় ত্রাস তৈরি করতে কাজ করছিলেন। সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সরকারবিরোধী জনমত তৈরির চেষ্টা করছিলেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এম এ খ ল ক
এছাড়াও পড়ুন:
বগুড়ার দই অন্য জেলায় গেলে কী বলে জানেন?
আগের পর্বআরও পড়ুনছুটিতে টিভি দেখার প্ল্যান করে শেষে যা হলো০৩ এপ্রিল ২০২৫