মেহেরপুরে আলগামন উল্টে মৎস্যচাষি নিহত
Published: 5th, April 2025 GMT
মেহেরপুরের গাংনীতে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান ‘আলগামন’ উল্টে সোহেল রানা (৩৬) নামের এক মৎস্যচাষি নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সোহেল রানা মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ছাতিয়ান গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘‘সোহেল রানা আলগামন চালকের পাশে বসে গাংনীর দিকে আসছিলেন। চোখতোলা নামক স্থানে পৌঁছালে চাকা ভেঙে গাড়ি উল্টে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
আরো পড়ুন:
মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
ঈদের ছুটির ‘ফাঁকা’ সড়কে কেন এত মৃত্যু
গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানী বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ফারুক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
‘৩২৯ উপজেলায় হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’
কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমদ খান বলেছেন, “দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় ২০ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।”
শনিবার (৫ এপ্রিল) সকালে হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এতথ্য জানান।
শোয়াইব আহমদ খান বলেন, “বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো সম্ভব হচ্ছে না। দেশের দেড় কোটি লোক বিদেশে স্বল্প মজুরিতে চাকরি করার কারণে আশানুরূপ বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার এই প্রকল্প গ্রহণ করেছে।”
তিনি আরো বলেন, “হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও লাখাই উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ করা হবে। এই প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় ৩ একর ভূমি অধিগ্রহণ করা হবে। কোনো দানশীল ব্যক্তি জমি দান করতে চাইলে তা গ্রহণ করা হবে। ইতোমধ্যে নবীগঞ্জ ও বাহুবলের জন্য দুইজন ব্যক্তি ভূমি দান করেছেন।”
এসময় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/মামুন/মাসুদ