আইপিএলের চলতি মৌসুমেও ভালো শুরু পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে তারা। শুক্রবার রাতের ম্যাচে লক্ষ্নৌ সুপার জায়ান্টের বিপক্ষে জয়ের পথে ছিল হার্ডিক পান্ডিয়ার দল। কিন্তু তিলক ভার্মা স্লগে রান করতে না পারায় ১২ রানে হেরেছে মুম্বাই।
ভারতীয় জাতীয় দলের তরুণ মারকুটে ব্যাটার তিলকের যেন ‘ডে অফ’ চলছিল। ২৩ বলে মাত্র ২৫ রান করতে পারেন তিনি। ব্যাট থেকে রান না আসায় ৭ বল থাকতে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন বাঁ-হাতি এই ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য ২২ রান থাকলে তা করতে পারেনি মুম্বাই।
আইপিএলে এটি চতুর্থ রিটায়ার্ড আউটের ঘটনা। যার যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে রবিশচন্দন অশ্বিনের দ্বারা। পরের বছর অর্থব তাইদে ও সাই সুদর্শন রিটায়ার্ড আউটের পথ বেছে নেন।
ম্যাচে লক্ষ্নৌ শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২০৩ রান করে। দলটির দুই ওপেনার ফিফটি করেন। মিশেল মার্শ ৩১ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬০ রান করেন। এইডেন মার্করাম ৩৮ বলে ৫৩ রান যোগ করেন। আয়ূশ বাদানি ১৯ বলে ৩০ ও ডেভিড মিলার ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন। চলতি আইপিএলের সবচেয়ে দামী ঋষভ পান্ত এ ম্যাচেই ব্যর্থ ছিলেন। মাত্র ২ রান করতে পারেন তিনি।
জবাবে মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্স ১৭ রানে দুই ওপেনার উইল জ্যাক ও রায়ান রিকেলটনকে হারায়। তিনে নামা নামান ধর ও চারে ব্যাট করা সূর্যকুমার যাদব দলকে ম্যাচে ফেরান। নামান ২৪ বলে তিন ছক্কা ও চারটি চারের শটে ৪৬ রান করেন। সূর্যকুমার ৪৩ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। নয় চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ১৬ বলে ২৮ রান যোগ করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত লক ভ র ম র ন কর
এছাড়াও পড়ুন:
‘কাশ্মিরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত পাকিস্তান’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারত-অধিকৃত কাশ্মিরের পহেলগাম হামলার ঘটনার ‘নিরপেক্ষ ও স্বচ্ছ’ তদন্তের জন্য প্রস্তুত ইসলামাবাদ। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ২০০০ সালের পর থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলে সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলা হিসেবে এটি বর্ণনা করা হচ্ছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। ভারতের দাবি, এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে।
হামলার ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান প্রতিশোধমূলকভাবে সিমলা চুক্তি স্থগিত রাখার হুমকি দিয়েছে। এছাড়া ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, “পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি এই চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখে, পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত।”
ভারতের সমালোচনা করে তিনি বলেন, “বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগের শোষণের ধরণ” অব্যাহত রেখেছে ভারত।
ঢাকা/শাহেদ