ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Published: 5th, April 2025 GMT
ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে রাহিত (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত রাহিত ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও টাঙ্গাইল সৃষ্টি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে রাহিত। শুক্রবার দুপুরে লৌহজং নদীতে আরো কয়েকজন কিশোরের সঙ্গে গোসলে নেমে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পরে তার লাশ উদ্ধার করে।
আরো পড়ুন:
ঈদের ছুটির ‘ফাঁকা’ সড়কে কেন এত মৃত্যু
টিকটকের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম বলেন, ‘‘বিকেল সাড়ে ৫টার দিকে ওই কিশোরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/কাওসার/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিনের ছুটিতে কেউ গ্রামে নিজ বাড়িতে, কেউবা বেড়াতে দেশের বাইরে গেছেন রাজধানী ছেড়ে। সরকারি হিসাব বলছে, ঈদ উদ্যাপনে গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল ৭ দিনে ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিমধারী ঢাকার বাইরে গেছেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান।
সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাঁদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে; যাদের অনেকে মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাতে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।’
ওই পোস্টের সঙ্গে ফয়েজ আহমদ চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের সিমধারীরদের সাত দিনে ঢাকা ছাড়ার একটি বিস্তারিত হিসাব দিয়েছেন। তাতে দেখা যায়, ২৮ মার্চ থেকে ঈদের দিন ৩১ মার্চ পর্যন্ত ৭৭ লাখ ৪৫ হাজার ৯৮৫ সিমধারী ঢাকা ছাড়েন। এরপর ১ থেকে ৩ এপ্রিল ছাড়েন ২৯ লাখ ৮৩ হাজার ১৭০ সিমধারী। সবচেয়ে বেশি ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিমধারী ঢাকা ছাড়েন ৩০ মার্চ।
এ সাত দিনে ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ সিমধারী। এদিকে ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফিরছেন। আগামীকাল রোববার অফিস–আদালত চালু হচ্ছে। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) সবচেয়ে বেশি ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিমধারী ঢাকায় ফিরেছেন।
সিমধারী বলতে একক মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাঁদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে; যাদের অনেকে মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।
পরিবহনবিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. হাদীউজ্জামানের ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, ঈদের আগের চার দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ২০ লাখ মানুষ।