Prothomalo:
2025-04-25@14:37:50 GMT

বিছানা–গাড়ি বানিয়ে হইচই

Published: 5th, April 2025 GMT

সড়ক ধরে চলে যাচ্ছে খাটসহ একটি বিছানা, এক ব্যক্তি বিছানায় রাখা কোলবালিশে বাঁ হাত রেখে আরাম করে বসে আছেন। ডান হাত দিয়ে একটি স্টিয়ারিং ঘোরাচ্ছেন। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেখানেই দেখা যায় এই চিত্র।

অদ্ভুত দেখতে এই ‘বিছানা–গাড়ি’ তৈরি করেছেন ভারতীয় তরুণ নওয়াব শেখ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি সড়কে নিজের অদ্ভুত এই গাড়ি নিয়ে বের হয়েছিলেন নওয়াব। তাঁর গাড়ির কারণে সেদিন সেই সড়কে রীতিমতো যানজট লেগে গিয়েছিল।

নওয়াবের সেই বিছানা–গাড়ির ওপর ম্যাট্রেস পাতা। তার ওপর উজ্জ্বল রঙের চাদর, বালিশ। বিছানার পায়ের দিকের অংশে আবার দুটি সাইড মিরর লাগানো।

ইনস্টাগ্রামে নওয়াবের বিছানা–গাড়ি চালানোর ভিডিওটি পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।

অন্য গাড়ির মতো নওয়াবের গাড়িতেও চারটি চাকা ও ব্রেক আছে। আছে একটি স্টিয়ারিং। ভিডিওতে একপর্যায়ে তাঁকে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে প্রসারিত করে বলিউডের নায়ক শাহরুখ খানের মতো করে পোজ দিতে দেখা যায়। তারপর বসে আবার তিনি তাঁর অদ্ভুত গাড়িটি চালাতে শুরু করেন।

ওই ভিডিওর নিচে মন্তব্যের ঘর নানা মন্তব্যে ভরে ওঠে। একজন লেখেন, ‘ভারত নতুনদের জন্য নয়।’

আরেকজন লেখেন, ‘রোলস–রয়েস থেকে ৬৯টি মিসড কল এসেছে।’

অন্য আরেকজন লেখেন, ‘এমনটা কেবল ভারতেই দেখা যায়।’

সড়কে এমন একটি গাড়ি চালানোর অনুমতি নওয়াবের আছে কি না, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে গাড়িটি তৈরি করেছেন নওয়াব। এ জন্য তাঁর ব্যয় হয়েছে দুই লাখ রুপি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নওয়াবের গাড়ির প্রশংসা করলেও পুলিশ গাড়িটি আটকে দিয়েছে। এমনকি সেটি খুলেও ফেলা হয়েছে। কারণ, গাড়িটির কারণে মুর্শিদাবাদের রানীনগর-দমকল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নওয় ব র

এছাড়াও পড়ুন:

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

একমাত্র সহ-সভাপতি পদে প্রত্যক্ষভাবে ভোট গ্রহণ করা হয় এবং অন্য সব পদে একক প্রার্থী থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে নয়াদিগন্তের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ এবং প্রচার সম্পাদক পদে আজকালের খবর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মো. নজরুল ইসলাম। ১২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।

সম্পর্কিত নিবন্ধ