গানে গানে পল্লি বাউল জবানের প্রশ্ন, ‘তাঁর খবর কে রাখে’
Published: 5th, April 2025 GMT
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ‘দেশের’ মানুষ তিনি। গান লেখেন, গান করেন। গানই তাঁর ধ্যানজ্ঞান। গানের ভণিতায় নিজের পরিচয় দেন ‘পল্লি বাউল’ হিসেবে। বেশভূষা, চলাফেরাতেও অতি সাধারণ তিনি।
৯০ বছর বয়সী জবান আলী আছেন তাঁর মতো করেই। গানে গানে বলেন মানুষের কথা, সহজ–সরল জীবনের কথা।
জবান আলীর বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকায়। বোঝার বয়স থেকে গানে মজে আছেন। জীবনে আর কোনো কিছু করেননি। জীবন যৌবন সঁপে দিয়েছেন গানেই। এ পর্যন্ত সাত শতাধিক গান লিখেছেন। তাঁর একটি গানের বই প্রকাশিত হয়েছে ১৫ বছর আগে ‘দর্পণে দর্শন’। ৭০টি গান আছে এতে। ২০০৯ সালে এটি প্রকাশ করে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি।
‘জবান আলী ফকির, আপনাদের জন্ম হয়েছে বলে আমাদের সংগীত এত সমৃদ্ধ, এত মধুর.
গল্পে গল্পে জবান আলী শোনালেন তাঁর গানের জগতের কথা। তাঁর বাবা আবদুল মতলিব ফকির, দাদা আবদুল গণি ফকিরও গানের মানুষ ছিলেন। তাঁরাও গান লিখতেন, গাইতেন। বাবার সঙ্গে নিজেও গাইতেন জবান আলী। লেখাপড়া করেছেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে, সপ্তম শ্রেণি পর্যন্ত। পারিবারিক টানাপোড়েনে এরপর আর স্কুলে যাওয়া হয়নি। তখন থেকেই গান লেখা শুরু করেন। পাড়া–মহল্লার জলসায় গান গাইতেন।
একসময় ছোটখাটো ব্যবসা করতেন জবান আলী। এখন বয়স হওয়ায় কিছু করেন না। ছেলে–মেয়েরা বড় হয়েছেন; যে যাঁর মতো আছেন। সুনামগঞ্জে সংস্কৃতিকর্মীদের প্রিয় ‘জবান আলী ভাই’ তিনি। শহরের মানুষ চেনে একজন বাউল হিসেবে।
শিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে পরিচয় প্রসঙ্গে জবান আলী জানান, তাঁর প্রেমের মানুষ গানটি সুর করে প্রথমে গেয়েছিলেন সুনামগঞ্জের সুরকার ও সংগীতশিল্পী অলক বাপ্পা। অলক বাপ্পার সঙ্গে পরিচয় ছিল কুমার বিশ্বজিতের। একদিন অলক বাপ্পা গানটি কুমার বিশ্বজিতের সামনে গাইলে তিনি গানটি পছন্দ করেন। এরপর জবান আলীকে ডেকে নেন কুমার বিশ্বজিৎ। পরিচয় ও খাতির হয়। পরে ২০০৯ সালে এই গানটি তিনি গেয়েছেন। এরপর তাঁর ‘আমার মাথাটা ঘুরায়/ কলিজা কামড়ায় বুঝি বাঁচা ভীষণ দায়/ রস খইয়া বিষ খাওয়াইলো প্রাণও বন্ধুয়ায়...’ গানটিও গেয়েছেন কুমার বিশ্বজিৎ। এরপর নানা মাধ্যমে তাঁর গান সংগীতশিল্পী অলক বাপ্পা, কাজী শুভ, খায়রুল ওয়াসী, ঝুমা, মুনসহ অনেকে গেয়েছেন।
বাবার সঙ্গে নিজেও গাইতেন জবান আলী। লেখাপড়া করেছেন সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে, সপ্তম শ্রেণি পর্যন্ত। পারিবারিক টানাপোড়েনে এরপর আর স্কুলে যাওয়া হয়নি। তখন থেকেই গান লেখা শুরু করেন।জবান আলী বলছিলেন, ‘যাঁরা প্রেমে পড়ে, প্রেমে মজে, তাঁরা সর্বদা তাঁর প্রিয় মানুষটারে নিয়াই থাকে। শয়নে–স্বপনে তাঁরেই দেখে, তাঁরে নিয়া ভাবে। তাঁর নিদ্রা নাই। সে সব সময় এক রকম। শুধু মনের মানুষরে খোঁজে।’ এই ভাবটাই গানে বলেছেন তিনি।
জবান আলীর গানে প্রেম–বিরহ যেমন আছে, তেমনি রয়েছে সৃষ্টিকর্তার প্রতি গভীর টান, ভক্তি। তিনি গানে সমাজের নানা অসংগতিও তুলে ধরেছেন। জবান আলী এক গানে লিখেছেন, ‘কর্মের ভেতরে ধর্ম জন্ম জন্মান্তর/ আমি কই আগে কর্ম কর/ ধর্ম করিতে হইলে আগে কর্ম কর।’
প্রিয় মানুষের বিরহে কাতর জবান আলী আরেক গানে লিখেছেন, ‘কত সুখে আছিরে বন্ধু একবার দেখে যাও/ পাষাণে বান্ধিয়া হিয়া ফিরিয়ানা চাও/ আমায় করে দেশান্তরি কিবা শান্তি পাওরে বন্ধু...।’
জবান আলী মনেপ্রাণে একজন বাউল। তাঁর ৯০ বছর পূর্ণ হয়েছে গত ২ ফেব্রুয়ারি। মূলত এটিকে ধরেই তাঁর প্রতি সম্মান জানাতে শুধু তাঁর গান নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের করার চিন্তা করছি। কবি ওবায়দুল মুন্সীনিজের গান নিয়ে আরেকটি বই প্রকাশের ইচ্ছা রয়েছে জবান আলীর। এ জন্য পাণ্ডুলিপি প্রস্তুত করছেন। সংকট আছে, তবু কারও কাছে কিছু চান না। বলেন, ‘আমি গ্রামের ছেলে। চাওয়া-পাওয়ার হিসাব করি না। ৯০ বছর বয়সে সুস্থ আছি, চলাফেরা করতে পারি, এইটাই তো বড় পাওয়া। যতদিন বাঁচি, গান নিয়াই থাকমু।’
জবান আলীর আত্মীয় কবি ওবায়দুল মুন্সী বলেন, ‘সুনামগঞ্জের হাওর জনপদে অসংখ্য বাউল ফকিরের জন্ম হয়েছে। এখানকার প্রকৃতি এমনই। মনের ভেতর গানের সুর খেলা করে। জবান আলী মনেপ্রাণে একজন বাউল। তাঁর ৯০ বছর পূর্ণ হয়েছে গত ২ ফেব্রুয়ারি। মূলত এটিকে ধরেই তাঁর প্রতি সম্মান জানাতে শুধু তাঁর গান নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের করার চিন্তা করছি আমরা। সুনামগঞ্জের শিল্পীরা এতে জবান আলীর জনপ্রিয় গান পরিবেশন করবেন, তাঁকে সম্মান জানাবেন।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন মগঞ জ র অলক ব প প ৯০ বছর
এছাড়াও পড়ুন:
পারভেজ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেপ্তার
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
তার হলেন-মেহেরাজ ইসলাম ও মাহাথির হাসান। মেহেরাজ হত্যা মামলার এজাহারভুক্ত এক নাম্বার ও মাহাথির তিন নাম্বার আসামি।
মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে আজ গ্রেপ্তার করে র্যাব। তিনি গাজীপুরের কাপাশিয়া উপজেলার কাপাশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর মাহাথিরকে চট্টগ্রামের হালিশহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মেহেরাজকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তর। আর মাহাথিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন দুই তরুণী। তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। তিনি কেন হাসলেন–এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী। এরপর পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দু’পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একদল তরুণ ঘিরে ধরে। এ সময় তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর একটি মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, ঢাকায় পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১ এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামের আসামির মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে র্যাব তাকে বনানী থানায় হস্তান্তর করে।