আজ টিভিতে শাকিব–অপুর ‘জান আমার জান’
Published: 5th, April 2025 GMT
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের ষষ্ঠ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বাংলাভিশন
সকাল ১০টা ১০ মিনিটে ‘জান আমার জান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘গোল্ডফিশ’। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা। বিকেল পাঁচটায় থ্রিলার ধারাবাহিক ‘ননসেন্স’। অভিনয়ে ইন্তেখাব দিনার, আইশা খান, মিলি বাশার, জাকিয়া বারী মম। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘টিম আফ্রিকা’। অভিনয়ে মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘ডাকপিয়নের ভুল’। অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘চার কুতুব’। অভিনয়ে চাষী আলম, পাভেল, মুসাফির বাচ্চু, শামীমা নাজনীন। রাত ৯টা ২৫ মিনিটে নাটক ‘ধোঁকাবাজ’। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪০ মিনিটে নাটক ‘কঞ্জুস কাপল’। অভিনয়ে নিলয়, হিমি।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ আড্ডার অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয়ে শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ।
রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’। অভিনয়ে আরশ খান, রুকাইয়া জাহান চমক। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘ফুটানি’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি।
দীপ্ত টিভি
দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘মাই সন’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘পালিয়ে যাওয়ার পরে’। অভিনয়ে আরশ খান, মাহিমা। রাত ৮টায় একক নাটক ‘আনচান এ মন’। অভিনয়ে মীর রাব্বি, প্রিয়ন্তী উর্বী। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ভালোবাসার নকশীকাঁথা’। অভিনয়ে প্রান্তর দস্তিদার, তাবাসসুম ছোঁয়া।
মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’। অতিথি অভিনেত্রী শবনম ফারিয়া। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘পূর্ণতা’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ বিনতে কামাল। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক বিয়ের জ্বালা। অভিনয়ে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম।
রাত ৮টায় নাটক ‘ইচিকদানা’। অভিনয়ে শাশ্বত দত্ত, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘তুমি যাকে ভালোবাসো’। অভিনয়ে জোভান, কেয়া পায়েল। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অবুঝ প্রেম’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নীহা।
নাগরিক টেলিভিশন
সকাল ৬টায় সংগীতানুষ্ঠান ‘গানের মেলা’। শিল্পী ইমরান। সকাল ৮টায় নাটক ‘বিবাহ একটা সাংঘাতিক ব্যাপার-২’। রাত ৮টায় নাটক ‘নায়কের বন্ধু’। অভিনয়ে প্রিয়ন্তী উর্বী, প্রান্তর দস্তিদার। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’। শিল্পী সাদিয়া লিজা ও আশিক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৪০ ম ন ট ১০ ম ন ট অন ষ ঠ ন ৩০ ম ন ট ক ন টক
এছাড়াও পড়ুন:
হিজরতের ৫টি শিক্ষা
সাহাবিদের হিজরতের ঘটনাবলি কেবল ইতিহাসের অংশ নয়, বরং তা মুমিন জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান। তাদের হিজরতের ঘটনা ও ত্যাগের আদর্শ থেকে কয়েকটি মৌলিক শিক্ষা উঠে আসে:
১. হিজরত প্রথমত আল্লাহর আদেশ পালনহিজরত কেবল কৌশলগত পরিকল্পনা ছিল না, বরং ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক ইবাদতমূলক নির্দেশ। এই কারণে সাহাবিরা সবচেয়ে প্রিয় বস্তু—ঘরবাড়ি, সম্পদ, আত্মীয়স্বজন—সহজে ত্যাগ করতে পেরেছিলেন। (মুহাম্মদ সাইদ রমাদান আল-বুতি, ফিকহুস সিরাহ, পৃষ্ঠা: ১৫৬, দারুল ফিকর, দামেস্ক, ২০০৪)
২. ইমানের জন্য সর্বোচ্চ আত্মত্যাগহিজরত শেখায় যে একটি জাতির ভিত্তি স্থাপন এবং সত্য প্রতিষ্ঠা করার জন্য চরম মূল্য দিতে হয়। সুহাইব তাঁর সব সম্পদ, আবু সালামা তাঁর পরিবার এবং বনু জাহশ (রা.) জন্মভূমি ত্যাগ করে এই মূল্য পরিশোধ করেছিলেন। এই ত্যাগ বিনা মূল্যে অর্জিত হয়নি।
আরও পড়ুনমদিনায় হিজরত: ইসলামের ৬টি মাইলফলক০২ জুলাই ২০২৫৩. ইমানের সম্পর্ক অন্য সব সম্পর্ক থেকে ঊর্ধ্বেওমর (রা.) আইয়াশকে যখন তার মায়ের দোহাইয়ের ফিতনা থেকে সতর্ক করেছিলেন, তা প্রমাণ করে যে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি আনুগত্যের বন্ধন অন্য সব জাগতিক সম্পর্ক (গোত্র, পরিবার, রক্ত) থেকে অনেক বেশি শক্তিশালী।
৪. ঐকান্তিক প্রচেষ্টার সঙ্গে আল্লাহর ওপর ভরসাহিজরত মোটেই বিশৃঙ্খল ছিল না। ওমর (রা.)-এর পরিকল্পনা, কাফেলাবদ্ধ হয়ে যাত্রা এবং কৌশল অবলম্বন—সবই প্রমাণ করে যে আল্লাহর ওপর নির্ভরতার পাশাপাশি মানবীয় প্রচেষ্টা ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করাও আবশ্যক।
আরও পড়ুনমহানবী (সা.)–র হিজরত মদিনায় হলো যে কারণে২৯ জুন ২০২৫৫. আল্লাহর দয়ার বিশালতাএই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ফিতনা ও দুর্বলতা মানুষের জীবনে আসতে পারে। কিন্তু যখন তারা মক্কায় বন্দী হয়ে নিজেদের পাপী মনে করছিলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে আশার দরজা খুলে দেন, ‘বলো, “হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ (পাপ করেছ), তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন।”’ (সুরা জুমার, আয়াত: ৫৩)
এই আয়াতটি ছিল তাঁদের জন্য এক ঐশী ক্ষমা ও নতুন সুযোগের বার্তা।
হিজরত কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি একটি অক্ষয়–দর্শন—যেখানে ইমান, ধৈর্য এবং আত্মত্যাগের সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠনের বীজ নিহিত ছিল। এই দর্শনই মুসলমানদের নতুন এক দিগন্তে পৌঁছে দেয়।
আরও পড়ুনআবিসিনিয়ায় নারী সাহাবিদের দ্বিতীয় হিজরত১৪ নভেম্বর ২০২৫