ধর্মের নামে দেশে কোনো বিভক্তি হতে দেওয়া যাবে না: আমীর খসরু
Published: 5th, April 2025 GMT
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ধর্মের নামে দেশে কোনো বিভক্তি হতে দেওয়া যাবে না। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মকে ব্যবহার করে যারা বিভক্তি করতে চায় তাদের জায়গা এ দেশে হবে না। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সকল ধর্মের লোকজন চমৎকার পরিবেশ যার যার উৎসব পালন করবে এটাই এদেশের চিরন্তন নীতি।’
শুক্রবার রাতে নগরীর দক্ষিণ কাট্টলী হরি মন্দিরে সনাতনী ধর্মের বাসন্তী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর আলম, বিএনপি নেতা আবু জহুর, দিদারুর রহমান সুমন, সাইফুল আলম আজাদ বাঙ্গালী, নুর সেলিম বাঙালি, দেলোয়ার, হরি মন্দির কমিটির সভাপতি
হরি মন্দির কমিটির সভাপতি সদানন্দ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সমর কান্তি দাস, বাসন্তী পূজা উদযাপন পরিষদ সভাপতি মেনু রানী দেবী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সঞ্চালনায়, সুজন দাস, বাবলু দেবনাথ, লিটন দাস, সুকান্ত মজুমদার, শ্রী বাধন ধর, সুভাষ কান্তি ধর, সুকোমল নাথ, অজিত কুমার দেবনাথ, সুনীল বড় দাস, সমীরন দাস, রজত মজুমদার কাব্য, সুমন মজুমদার, কৃষাণ মজুমদার, টিকলু চৌধুরী, প্রান্ত চৌধুরী, টিটু কান্তি চৌধুরী, প্রান্ত চোহান, রাজু দাশ, প্রদীপ পাল সহ দক্ষিণ কাট্টলীর সনাতনী নেতৃবৃন্দ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রোনালদোর জোড়া গোলে আল হিলালের বিপক্ষে জয়
রইল বাকি ৬৯! এটা একটা গোলের মাইলফলকের কাউন্টডাউন। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ‘ক্যারিয়ার ১০০০’ গোল পূর্ণ হতে আর মাত্র এই কটা গোল বাকি! শুক্রবার (৪ মার্চ) রাতে সৌদি প্রো লিগে, আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন সিআর৭। এই দুই গোলেরে ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ীর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়াল ‘৯৩১’।
রোনালদো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই, আল হিলালের বিপক্ষে জয়হীন ছিল আল নাসর। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকেই নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি রোনালদো-সাদিও মানেরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে আল নাসরের বিপক্ষে অপরাজিত ছিল আল হিলাল। অবশেষে গতরাতে সেই গেরো খুলল স্তেফানো পিওলির দল।
আল হিলালেরে মাঠ কিংডম অ্যারেনায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মার্সেলো ব্রজোভিচের অ্যাসিস্ট থেকে অতিথিদের এগিয়ে দেন আলী আলআহসান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মাথায় মানের অ্যাসিস্ট থেকে অসাধারণ এক গোল করেন রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে অবশ্য আল হিলালের আলী আলবুলায়হি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর আশাতে পানি ঢেলে দেন রোনালদো।
আরো পড়ুন:
ক্রিস্টিয়ানো রোনালদোর ঈদের শুভেচ্ছা
রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে পর্তুগাল
ঢাকা/নাভিদ